প্যারিস অলিম্পিকে ইতিমধ্যেই জোড়া পদক জিতে কীর্তি গড়েছেন মনু ভাকের। নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। এবার আরও একটি ইভেন্টে তাঁর পদক জয়ের সম্ভাবনা, স্বর্ণপদক জিততে পারেন মনু। স্বাধীনতার পর মনুই প্রথম ভারতীয়, যিনি একই অলিম্পিকে জোড়া পদক জিতেছেন। এবার তাঁর হ্যাটট্রিকের উজ্জ্বল সম্ভাবনা।
মঙ্গলবার প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড বিভাগে সরবজোৎ সিংয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস তৈরি করেছেন মনু ভাকের। জিতেছেন ব্রোঞ্জ। এটি চলতি অলিম্পিকে তাঁর দ্বিতীয় পদক। ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় অ্যাথলিট নরম্যান প্রিচার্ড ১৯০০ সালের অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্ট এবং ২০০ মিটার হার্ডলেসে রুপো জিতেছিলেন। সেই কৃতিত্ব স্বাধীনতার অনেক আগে। ১২৫ বছরেরও বেশি সময় পর নরম্যানকে ছুঁয়ে ফেললেন মনু। প্রণিধানযোগ্য, নরম্যান ছিলেন ব্রিটিশ।
কোরিয়ার লি ওনহো এবং ওহ ইয়ে জিনকে ১৬-১০-এ হারিয়েছে ভারতীয় জুটি। অলিম্পিকে দেশকে দ্বিতীয় পদক এনে দেয়। এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু। মনু এবার ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে নামতে চলেছেন। ফলে তাঁর কাছে তৃতীয় পদক জেতার সুযোগ। এই ইভেন্ট হতে চলেছে ২ অগাস্ট থেকে।
জয়ের পর মনুর প্রতিক্রিয়া,'আমি খুব গর্বিত বোধ করছি। শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা প্রতিপক্ষ দলের পারফরম্যান্স নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের নিজেদের পারফরম্যান্স আমাদের হাতে। আমরা দুজন নিজেদের সেরাটা দিয়েছিলাম। শেষ পর্যন্ত লড়াই ছাড়িনি।' জোড়া ব্রোঞ্জ পদক জয়ের পর হ্যাটট্রিকের লক্ষ্য নিয়েছেন মনু ভাকের। তাঁকে প্রশ্ন করা হয়েছিল তৃতীয় পদকের জন্য ঝাঁপাবেন? মনু বলেন,'সর্বশক্তি দিয়ে পদক জেতার চেষ্টা করব। আমি লড়াই থেকে সরছি না।
Bronze for team India in the 10m Air Pistol Mixed Team match!
Manu and Sarabjot with some fantastic shooting to land India's second medal of the #Paris2024Olympics! pic.twitter.com/WhFPY7mNa7— SAI Media (@Media_SAI) July 30, 2024Advertisement
১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত বিভাগে ৫৭৭ স্কোর নিয়ে নবম স্থানে শেষ করেছিলেন সরবজোৎ। ফাইনালে উঠতে পারেননি। আম্বালার শুটার সরবজোৎ ব্যক্তিগত বিভাগে ব্যর্থ হওয়ার পরে চাপের মধ্যে ছিলেন বলে জানালেন। তাঁর কথায়,'পদক জিতে ভালো লাগছে। কঠিন প্রতিদ্বন্দ্বিতায় প্রবল চাপের মধ্যে খেলতে হয়'।