Paris Olympic 2024 Day 11 India Schedule: গতবারের সোনাজয়ী তারকা নীরজ চোপড়া আজ (৬ অগাস্ট) জ্যাভলিন নিজের ইভেন্টে নামছেন। প্যারিস অলিম্পিক ২০২৪-এর আজ মঙ্গলবার ১১তম দিন। তাঁর কাছ থেকে আশা আরও একটি পদকের। কারণ গতবার অলিম্পিকের পরেও তিনিই সবচেয়ে ধারাবাহিক পারফর্মার। সেই সঙ্গে ক্রীড়ার সবচেয়ে বড় মহাকুম্ভে আজ নামছে ভারতীয় হকি দলও। তাঁরা ফাইনালের লক্ষ্যে নামবেন। গতবারও হকি দল ব্রোঞ্জ জিতেছিল। নজর থাকবে মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটের দিকেও।
প্যারিস অলিম্পিকে ভারত এখনও পর্যন্ত ৩টি পদক জিতেছে। এই তিনটিই ব্রোঞ্জ, যারা এসেছেন শুটিংয়ে। সবার আগে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেলেন মনু ভাকর। এরপর মিশ্র দলগত ইভেন্টে দ্বিতীয় ব্রোঞ্জও পান মনু ভাকর এবং তাঁর সঙ্গে দলে ছিলেন সরবজোত সিংও। স্বপ্নিল কুসলে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন শুটিংয়ে তৃতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন। আসুন আজকে ১০ তম দিনে ভারতের সম্পূর্ণ সময়সূচী জেনে নেওয়া যাক
প্যারিস অলিম্পিকে ভারতের সূচি আজ (৬ অগাস্ট)
টেবিল টেনিস:
পুরুষ দল (প্রি-কোয়ার্টার-ফাইনাল): ভারত (হরমিত দেশাই, শরথ কমল এবং মানব ঠক্কর) বনাম চিন – দুপুর ১.৩০ অ্যাথলেটিক্স:
পুরুষদের জ্যাভলিন থ্রো (যোগ্যতা): কিশোর জেনা – দুপুর ১.৫০ মিনিট
পুরুষদের জ্যাভলিন থ্রো (যোগ্যতা): নীরজ চোপড়া - 3.20 pm
মহিলাদের 400 মিটার (রিপিচ): কিরণ পাহাল – দুপুর 2.50 মিনিট
হকি:
পুরুষদের সেমিফাইনাল: ভারত বনাম জার্মানি – রাত 10.30 টা
কুস্তি:
মহিলাদের 50 কেজি রাউন্ড অফ 16: ভিনেশ ফোগাট (যোগ্যতা পেলে সুপার-8 এবং সেমিফাইনালও আজ) - বিকাল 3.00টা
সময় অনুযায়ী ভারতের সময়সূচি আজ (৬ আগস্ট)
দুপুর ১.৩০ - পুরুষদের টেবিল টেনিস দল (প্রি-কোয়ার্টার ফাইনাল): ভারত (হরমিত দেশাই, শরৎ কমল এবং মানব ঠক্কর) বনাম চীন
দুপুর 1.50 - পুরুষদের জ্যাভলিন থ্রো (যোগ্যতা): কিশোর জেনা
দুপুর 2.50 - মহিলাদের 400 মিটার (রেপেচে): কিরণ পাহাল
বিকাল 3.00 - মহিলাদের 50 কেজি রাউন্ড অফ 16 (কুস্তি): ভিনেশ ফোগাট (যোগ্য হলে সুপার-8 এবং সেমিফাইনালও আজ)
3.20 pm - পুরুষদের জ্যাভলিন থ্রো (যোগ্যতা): নীরজ চোপড়া
রাত 10.30 - পুরুষদের হকি সেমিফাইনাল: ভারত বনাম জার্মানি