প্যারিস অলিম্পিকে (Paris Olympic 2024) হকির কোয়ার্টার ফাইনালে নামছে ভারতীয় পুরুষ দল (Indian Men's Hockey Team)। প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন (Great Britain)। অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে লিগ টেবিলে শেষ করেন হরমনপ্রীত সিংরা (Harmanpreet Singh)। এবার সামনে কোয়ার্টার ফাইনাল। এই পর্যায়ে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়ে টিম ইন্ডিয়া। পাশাপাশি এবার যে সোনার পদক লক্ষ্য ভারতীয় দলের, সেকথা জানাতে ভুললেন না ভারত অধিনায়ক।
কোয়ার্টার ফাইনালে নামার আগে হরমনপ্রীত বলেন, 'আমাদের এখন একটাই লক্ষ্য। অলিম্পিক্সে সোনা জিততে চাই আমরা। সোনা জয়ের জন্য যা যা করা দরকার আমরা সব করতে তৈরি। নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করব আমরা।' এরপরই কোয়ার্টার ফাইনাল নিয়ে ভারত অধিনায়ক আরও বলেন, 'আসল লড়াই এবার তৈরি হবে। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন লড়াই করতে হবে আমাদের। এই দু’টি ম্যাচ জিতলে তবেই আমরা ফাইনালে যেতে পারব। আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব।'
জয় দিয়েই প্যারিস অলিম্পিক যাত্রা শেষ করতে চান ভারতীয় হকি দলের ক্যাপ্টেন। তিনি বলেন, 'আমরা জয় দিয়ে প্যারিসে শুরু করেছি। জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করতে চাই। একটা করে ম্যাচ নিয়ে আমরা ভাবছি। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। প্রতিপক্ষকে ম্যাচের শুরু থেকে চাপে রাখতে চাই আমরা। প্রাথমিক লক্ষ্য ম্যাচের প্রথম গোল আমরা করব। এখনও পর্যন্ত আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি। পরের ম্যাচগুলোতেও পরিকল্পনা কার্যকর করতে হবে।'
কীভাবে দেখবেন এই ম্যাচ?
গ্রুপ পর্বে বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়ামের কাছে হারতে হয়েছে ভারতীয় দলকে। তবে শেষ ম্যাচে অলিম্পিকের মঞ্চে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারানো কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে হরমনপ্রীতদের। ভারতীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে এই ম্যাচ। টিভিতে স্পোর্টস ১৮-এ দেখা যাবে এই ম্যাচ। পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখতে হলে জিও ব্যবহারকারী হতে হবে। জিও সিনেমাতে দেখা যাবে এই ম্যাচ।