প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) হকিতে ফের পদকের স্বপ্ন উজ্জ্বল হয়েছে ভারতের। আজ জিতলে ৪৪ বছর পর অলিম্পিক হকির ফাইনালে উঠবে ভারত (Indian Hockey Team)। পাশাপাশি পদকও নিশ্চিত হয়ে যাবে। তবে সোনা জেতাই লক্ষ্য থাকবে হরমনপ্রীত সিংদের (Harmanpreet Singh) সামনে। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2022) হকিতে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এবার প্য়ারিসে সোনায় চোখ ভারতের। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে লাল কার্ড দেখেন ভারতের অমিত রুইদাস। বল দখলের লড়াইয়ের সময়ে ব্রিটেনের এক খেলোয়াড়ের লেগে গিয়েছিল তাঁর স্টিক। যদিও ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত, কিন্তু তাও লাল কার্ড দেখানো হয়। হলুদ কার্ড দেখাতে পারতেন অ্যাম্পায়ার। তবে এদিনের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।
অমিত না থাকায় পেনাল্টি কর্নারের ব্যাপারে সতর্ক থাকতে হবে ভারতকে। ডিফেন্ডার হিসেবে এরমধ্যেই নজর কেড়েছেন অমিত। অলিম্পিকের পরেই অবসর নেবেন ভারতীয় হকি দলের গোলকিপার শ্রীজেশ। জীবনের শেষ টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল অনবদ্য খেলেন তিনি। মূলত ভারতের গোলকিপারের জন্য ম্য়াচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ফের বাজিমাত করেন ভারতের গোলকিপার।
হেড টু হেডে কারা এগিয়ে?
এর আগে ৫২ বছর পর অলিম্পিকে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ফলে আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় দল। তবে জার্মানির বিরুদ্ধে লড়াই বেশ কঠিন হবে তা সকলেই জানেন। হরমনপ্রীতরাও কঠিন লড়াই চালাবেন। বিশ্ব র্যাঙ্কিং এবং হেড টু হেডের বিচারে ভারতের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। বিশ্ব র্যাঙ্কিংয়ে জার্মানি চতুর্থ এবং ভারত পঞ্চম। টোকিও অলিম্পিকের সময় ব্রোঞ্জ পদকের ম্যাচেও জার্মানি ভারতের মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত ৫-৪ ব্যবধানে জিতেছিল।
প্যারিস অলিম্পিকের আগে, ভারত জার্মানির সঙ্গে অনুশীলন ম্যাচ খেলে এবং ছয়টির মধ্যে পাঁচটিতে জিতেছিল। ভারত এই বছরের জুনে FIH প্রো লিগের লন্ডন লেগে জার্মানিকে ৩-০ গোলে হারিয়ে দেয়। কিন্তু ফিরতি ম্যাচে ২-৩ গোলে হেরেছিল ভারত।
কীভাবে দেখবেন এই ম্যাচ?
ভারতের সেমিফাইনাল ম্যাচ রাত ১০:৩০ থেকে। তার আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি নেদারল্যান্ডস-স্পেন। এই ম্যাচ বিকেল ৫:৩০ থেকে। দুই ম্যাচই দেখা যাবে জিও সিনেমায়। পাশাপাশি টিভিতে স্পোর্টস ১৮-এ দেখা যাবে এই দুই ম্যাচ। ফ্রিতেই দেখা যাবে এই ম্যাচ।