ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen) প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) দারুণ ছন্দে রয়েছেন। ছেলেদের সিঙ্গলসের সেমিফাইনালে তার স্থান নিশ্চিত করেছেন। লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনকে ১৯-২১, ২১-১৫, ২১-১২ গেমে হারেন। প্রথমবার ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অলিম্পিক গেমসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। এখন লক্ষ্য সেমিফাইনাল ম্যাচ জিতে অন্তত একটি রুপো নিশ্চিত করতে চাইবেন।
২২ বছর বয়সী লক্ষ্য সেন সেমিফাইনালে টোকিও অলিম্পিকে চ্যাম্পিয়ন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের মুখোমুখি হবেন। ভিক্টর বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এবং দুবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। অন্যদিকে, ভারতের লক্ষ্য সেনের র্যাঙ্কিং ২২তম। লক্ষ্য ও এক্সেলসেনের সেমিফাইনাল ম্যাচটি হবে ৪ আগস্ট (রবিবার) ভারতীয় সময় বিকাল ৩.৩০ মিনিটে।
যদি দেখা যায়, লক্ষ্য সেন এবং ভিক্টর অ্যাক্সেলসেনের মধ্যে শেষ ম্যাচটি হয়েছিল এই বছরের শুরুতে সিঙ্গাপুর ওপেনে। সেই টুর্নামেন্টের রাউন্ড-৩২-এ তাদের দুজনের দেখা হয়েছিল। তারপর তিন গেম ধরে চলা ম্যাচে অ্যাক্সেলসেন ২১-১৩, ১৬-২১,২১-১৩ গেমে জিতেছিলেন। লক্ষ্যের জন্য আরেকটি সুখবর হল অ্যাক্সেলসেন এইবছর তেমন ফর্মে নেই। সম্প্রতি কোনও বড় টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে পারেননি।
লক্ষ্য সেনকে ভিক্টরের বিপক্ষে সেরাটা দিতে হবে। চৌ তিয়ান চেনের বিপক্ষে লক্ষ্য যে পারফরম্যান্স দেখিয়েছেন, এই ম্যাচেও তার পুনরাবৃত্তি করতে হবে। লক্ষ্য যে এটা করতে সক্ষম তাতে কোনো সন্দেহ নেই। তিনি বিশ্বের সেরা রক্ষণাত্মক খেলোয়াড়দের একজন। চৌ-এর বিরুদ্ধে লক্ষ্যের দেখানো রক্ষণ এবং আক্রমণের সমন্বয় ছিল বেশ উজ্জ্বল। বাম থেকে ডানে ক্রসকোর্ট স্ম্যাশ কোয়ার্টার ফাইনালে গোলের জন্য সত্যিই ভাল কাজ করেছিল।
দুই খেলোয়াড়ই একসঙ্গে অনুশীলন করেছেন
লক্ষ্য সেন এবারের টমাস কাপে ভারতীয় দলে জায়গা পাননি। এর পর বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড়ের সঙ্গে প্রশিক্ষণ নেন লক্ষ্য। এমনটাই জানিয়েছেন লক্ষ্যের কোচ সুবিমল কুমার। এবার সেই শাটলারকে তিনি হারাতে পারেন কিনা সেটাই দেখার।