scorecardresearch
 

Paris Olympics 2024 Vinesh Phogat: 'তীব্র প্রতিবাদ জানান,' ভিনেশ ইস্যুতে পিটি ঊষাকে নির্দেশ মোদীর

প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) বিরাট ধাক্কা খেয়েছে ভারত। ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) অলিম্পিকে রুপোর পদক নিশ্চিত করলেও, তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তবে তা ঠেকাতে সমস্তরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।  ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলে সমস্ত তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। 

Advertisement
নরেন্দ্র মোদী, ভিনেশ ফোগাট ও পিটি ঊষা নরেন্দ্র মোদী, ভিনেশ ফোগাট ও পিটি ঊষা

প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) বিরাট ধাক্কা খেয়েছে ভারত। ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) অলিম্পিকে রুপোর পদক নিশ্চিত করলেও, তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তবে তা ঠেকাতে সমস্তরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।  ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পিটি ঊষার সঙ্গে কথা বলে সমস্ত তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। 

সমস্ত বিকল্প বিবেচনা করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী। এর পাশাপাশি ভিনেশ ফোগাট অযোগ্য ঘোষণা হওয়ায় প্যারিস অলিম্পিক কমিটির কাছে প্রতিবাদ জানাতে বলেছেন তিনি। এর আগে ভিদেশের অযোগ্য ঘোষণার পর একটি পোস্ট শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পোস্টে, ভিনেশের খেলার প্রশংসা করার পাশাপাশি, পদক হারানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন।

তিনি লেখেন, 'ভিনেশ, আপনি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। আপনি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণা। আজকের ধাক্কায় আঘাত লেগেছে। আমি এই মুহূর্তে কতটা হতাশ হয়েছি তা আমি কথায় প্রকাশ করতে পারতাম। কিন্তু আমি জানি আপনি আবার ফিরে আসবেন। সাহসিকতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করা আপনার স্বভাব। আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন। আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি।'

আরও পড়ুন

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকিও অলিম্পিকে সোনাজয়ী জাপানের ইউই সুসাকি (Yui Susaki) র বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে জিতে চমক দিয়েছিলেন ভিনেশ। ভিনেশ এমন একজনকে শুরুতে হারান যিনি এর আগে কখনও কোনও আন্তর্জাতিক কুস্তি ম্যাচে হারেননি। টানা ৮০টা ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়া জাপানের সুসাকি-কে ধরাশায়ী করেন ভিনেশ। পদক জেতা নিশ্চিত করতে ইউক্রেনের ওকাসা লিভাচ-কে কোয়ার্টার ফাইনালে হারাতে হত ভিনেশকে। সেই কাজটাও সহজেই করে ফেলেন ভারতীয় রেসলার। এরপর কিউবার রেসলার গুজম্যান লোপেজকে হারিয়ে ফাইনালে নিজের জায়গা পাকা করেন ভিনেশ। 

তবে শেষরক্ষা হল। গোটা দেশ যখন ভিনেশকে নিয়ে আনন্দে মাতার অপেক্ষায় ঠিক সেই সময় এল এই দুঃসংবাদ। যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশের ক্রীড়াপ্রেমী জনতাকে। ভারত ইতিমধ্যেই তিনটি ব্রোঞ্জ জিতেছে। আশা করা হয়েছিল, সোনা না এলেও এবারে আসতে পারে আরও একটা রুপোর পদক। সেই আশাতেও জল ঢেলে দিল এমন সিদ্ধান্ত। 

 

Advertisement