scorecardresearch
 

Vinesh Phogat: দেশে ফিরেই কান্না ভেঙে পড়লেন ভিনেশ, যা বলে ফেললেন...

দেশে ফিরে কান্নায় ভেঙে পড়লেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। প্যারিস অলিম্পিক ২০২৪-এ (Paris Olympics 2024) দারুণ পারফর্ম করে ফাইনালে উঠেছিলেন ভিনেশ। ৫০ কিলোগ্রাম বিভাগে ফাইনালে উঠলেও, ১০০ গ্রাম বেশি থাকায় তাঁকে অযোগ্য বলে ঘোষণা করা হয়। ফোগাটের অযোগ্যতার বিরুদ্ধে আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS) আদালতে আবেদন করেছিলেন এবং তাঁকে রুপো পদক দেওয়ার দাবি করেন। যদিও, সিএএস তারকা কুস্তিগীর ডিনেশ ফোগাটের আবেদন প্রত্যাখ্যান করেছে। অলিম্পিক খেলে ফেরার পর, দিল্লি বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন ভিনেশ।

Advertisement

দেশে ফিরে কান্নায় ভেঙে পড়লেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। প্যারিস অলিম্পিক ২০২৪-এ (Paris Olympics 2024) দারুণ পারফর্ম করে ফাইনালে উঠেছিলেন ভিনেশ। ৫০ কিলোগ্রাম বিভাগে ফাইনালে উঠলেও, ১০০ গ্রাম বেশি থাকায় তাঁকে অযোগ্য বলে ঘোষণা করা হয়। ফোগাটের অযোগ্যতার বিরুদ্ধে আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS) আদালতে আবেদন করেছিলেন এবং তাঁকে রুপো পদক দেওয়ার দাবি করেন। যদিও, সিএএস তারকা কুস্তিগীর ডিনেশ ফোগাটের আবেদন প্রত্যাখ্যান করেছে। অলিম্পিক খেলে ফেরার পর, দিল্লি বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন ভিনেশ।

এবার প্যারিস থেকে দেশে ফিরেছেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। দিল্লি বিমানবন্দরে কুস্তিগীর সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া ভিনেশকে স্বাগত জানান। ভিনেশ এখন দিল্লি থেকে তাঁর গ্রাম বালালি যাবেন। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে ভিনেশকে তাঁর বাড়ি ফেরার জন্য বালালিতে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। ভিনেশকে স্বাগত জানাতে গ্রামবাসী খুবই উচ্ছ্বসিত। ভিনেশের ভাই হরবিন্দর বলেন, 'ও দেশে ফিরছেন। ওকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে মানুষ এসেছে। আমাদের গ্রামেও মানুষ তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছে। সাধারণ মানুষ ভিনেশের সঙ্গে দেখা করতে এবং তাঁকে উৎসাহ দিতে প্রস্তুতি নিচ্ছেন।'

অযোগ্য ঘোষণার পর কুস্তি থেকে অবসর ঘোষণা করেছিলেন ভিনেশ। তবে তিনি এখন অবসর থেকে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন। ভিনেশ একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'সম্ভবত বিভিন্ন পরিস্থিতিতে, আমি ২০৩২ পর্যন্ত খেলতে দেখতে পারি, কারণ কঠিন লড়াই এবং কুস্তি সবসময় আমার মধ্যে থাকবে। ভবিষ্যতে আমার জন্য কী আছে তা আমি ভবিষ্যদ্বাণী করতে পারি না। তবে আমি এর জন্য অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে আমি যা বিশ্বাস করি এবং যা সঠিক তাঁর জন্য আমি সর্বদা লড়াই করব।' পাশাপাশি নিজেকে ভাগ্যবান বলে দাবি করে ভিনেশ বলেন, 'আমি সমস্ত দেশবাসিকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই ভাগ্যবান।'

আরও পড়ুন

Advertisement

প্যারিস অলিম্পিকে ভারত একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ পদক সহ মোট ছয়টি পদক জিতেছে। ভারত শ্যুটিংয়ে প্রথম পদক পায়, যখন মনুভাকের মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিল। এরপর মিশ্র দলগত ইভেন্টে দ্বিতীয় ব্রোঞ্জও পেলেন মনু ভাকের। তাঁর সঙ্গে দলে ছিলেন সরবজোত সিংও। স্বপ্নিল কুসলে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন শুটিংয়ে তৃতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন। তারপর পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক জিতেছে এবং জ্যান্ডলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া রুপো পদক জিতেছে। এরপর পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছেন কুস্তিগীর আমান শেহরাওয়াত।

Advertisement