ভিনেশ ফোগাট একটি পদক নিশ্চিত করেছেন মহিলা কুস্তির ৫০ কেজি বিভাগে সুসাকিকে পরাজিত করে, তিনি ইউক্রেনের ওকসানা লিভাচকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। তারপর কিউবার কুস্তিগীর ইউসনেলিস গুজম্যানকে ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেন। ভিনেশের ফাইনাল অর্থাৎ ম্যাচ হবে আজ। ভিনেশকে অভিননন্দন জানিয়ে তার বোন বলেন, পদকের রঙ এখনো চূড়ান্ত হয়নি। সমস্ত দেশবাসী আশাবাদী যে ভিনেশ স্বর্ণপদক আনবে। তিনি বলেন, দঙ্গল সিনেমার সংলাপ শুনেছেন যে সোনা সোনা হোতা ছোরা লায়ে ইয়া ছোরি। সাক্ষাৎকার সৌজন্য সাংবাদিক প্রদীপ সাহু