অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ়ে টানা দ্বিতীয় ম্যাচে পরাস্ত হয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই নিয়ে তিন ম্যাচের সিরিজ়ে ভারত দুটোতেই হেরে গেল। পাশাপাশি ২-০ ব্যবধানে জয়লাভ করে ইতিমধ্যেই সিরিজ় নিজেদের পকেটে পুরে নিয়েছে অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোম্পানি। দ্বিতীয় একদিনের ম্যাচে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির উপরে কার্যত ভড়কে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।
গম্ভীর সাফ জানালেন যে দলের প্রধান পেস বোলার জসপ্রীত বুমরাকে নতুন বলে মাত্র ২ ওভারই বল করানো হল। কিন্তু, কোহলি কেন এমন সিদ্ধান্ত নিলেন সেটা তিনি এখনও বুঝতে পারছেন না। গৌতমের কথায়, আমরা যেখানে ক্রমাগত উইকেট নেওয়ার কথা বলে আসছি, সেখানে যদি দলে প্রধান বোলরাকেই সুযোগ না দেওয়া হয়, তাহলে উইকেট কীভাবে শিকার করা যাবে।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বললেন, "একটা কথা আমি একেবারে মন থেকে বলছি, বিরাটের অধিনায়কত্ব সম্পর্কে আমি কিছুই বুঝতে পারি না। আমরা ক্রমাগত একটাই কথা বলে আসছি যে যত বেশি সম্ভব উইকেট নেওয়া দরকার। বিপক্ষের ব্যাটিং লাইন আপের মেরুদন্ড যত তাড়াতাড়ি সম্ভব ভেঙে দিতে হবে। কিন্তু, আপনি দলের সবথেকে গুরুত্বপূর্ণ বোলারকে মাত্র ২ ওভারই বল করালেন। অধিকাংশ ক্ষেত্রেই আমরা একদিনের ম্যাচে দেখেছি কোনও বোলারকে ৪-৩-৩ স্পেলে বল করাতে। কোনও বোলারকে প্রথম স্পেলে চার ওভার বল করাতে হবে।"
বস্তুতপক্ষে, গতকাল ভারতের আক্রমণ শুরু করেন মহম্মদ শামি। আর অন্যদিক থেকে আক্রমণ শুরু করেন জসপ্রীত বুমরাহ। কিন্তু, পঞ্চম ওভারেই বিরাট নভদীপ সাইনিকে নিয়ে চলে আসেন।
গম্ভীর বললেন, "যদি আপনি দলের প্রধান বোলারকে মাত্র ২ ওভার বল করিয়েই থামিয়ে দেন, তাহলে এই ধরনের অধিনায়কত্ব সত্যিই আমার মাথায় ঢুকবে না। এটা টি-২০ ক্রিকেট নয়। মন থেকে বলছি, এটা বিরাটের সত্যিই খারাপ অধিনায়কত্বের পরিচয়।"