scorecardresearch
 
Advertisement
খেলা

কীভাবে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেল অজ়িরা, রইল ছবি

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 1/17

হার্দিক পান্ডিয়ার ৯০ রানের ইনিংসের উপর ভর করে ভারতীয় ক্রিকেট দল প্রথম একদিনের ম্যাচে জয়ের স্বপ্ন দেখতে শুরু করলেও শেষপর্যন্ত তা সম্পূর্ণ হল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ়ে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত। 

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 2/17

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারত ৬৬ রানে হেরে যায়। ভারতের কাছে এর থেকে খারাপ শুরুয়াত বোধহয় আর কিছুই হতে পারত না। ব্যাটে এবং বলে উভয় ক্ষেত্রেই অস্ট্রেলিয়া বাজিমাত করে বেরিয়ে যায়।

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 3/17

৫০ ওভারে আট উইকেট হারিয়ে আজ ভারত ৩০৮ রান তুলতে পারে। এরমধ্যে হার্দিক পান্ডিয়া করেছেন ৯০ রান এবং শিখর ধাওয়ান ৭৪ রান। অ্যাডাম জ়াম্পা এবং জস হ্যাজ়েলউড আজ অসাধারণ বোলিং করেছেন। তাঁরা দুজনেই সাত উইকেট তুলে নিয়েছেন।

Advertisement
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 4/17

আজ ৫০ ওভারে ৩৭৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। সিরিজ়ের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হল। স্টিভ স্মিথ এবং অ্যারন ফিঞ্চ অসাধারণ শতরান করেন। ভারতের বিরুদ্ধে আজই অস্ট্রেলিয়া সর্বাধিক রান তুলল। অন্যদিকে, রেট্রো জার্সি গায়ে চাপিয়ে একেবারে জঘন্য বোলিং করল ভারতীয় ক্রিকেট দল।

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 5/17

আজ ১১৭ বলে নিজের শতরান পূরণ করলেন অজ়ি অধিনায়ক। তাঁর ব্যাট থেকে অধিকাংশ ক্রিকেটীয় শটই দেখতে পাওয়া গেছে। পাশাপাশি ফিঞ্চের উচ্ছ্বসিত হওয়ার আরও একটি কারণ রয়েছে।

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 6/17

একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। অন্যদিকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আবার এই প্রথমবার তিনি শতরান পেলেন।

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 7/17

অজ়ি ক্রিকেটারদের মধ্যে ফিঞ্চ দ্বিতীয় দ্রুত ব্যাটসম্যান যিনি এই মাইলফলক ১২৬তম ইনিংসে স্পর্শ করলেন। তাঁর ঠিক আগেই রয়েছেন দলের ওপেনার ডেভিড ওয়ার্নার। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওয়ার্নার মাত্র ১১৫ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন।

Advertisement
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 8/17

এরপর একে একে রয়েছেন ডিন জোন্স (১২৮), ম্যাথিউ হেডেন (১৩২) এবং মাইকেল বেভান (১৩৬)। এই পাঁচজন অজ়ি ব্যাটসম্যানই সবথেকে দ্রুত ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 9/17

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরু থেকেই বিরাট কোহলি ব্রিগেডের বিরুদ্ধে আজ তিনি সাবধানী পা ফেলেছেন। ওয়ার্নার এবং ফিঞ্চ জুটি ভারতীয় বোলারদের রীতিমতো অস্বস্তিতে ফেলতে শুরু করেছিলেন।

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 10/17

আজ প্রথম উইকেটে ফিঞ্চ-ওয়ার্নার জুটি ১৫৬ রান তোলেন। অবশেষে ফিঞ্চের উইকেট শিকার করেন মহম্মদ শামি। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ।

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 11/17

কথায় বলে, দিনের শুরুটাই নাকি গোটা দিনের আভাস দিয়ে দেয়। আর সেই কথা যদি সত্যি হয়, তাহলে চলতি অস্ট্রেলিয়া সিরিজ়ে যে ভারতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশেষ করে ভারতকে যথেষ্ট বেগ দেবেন স্টিভ স্মিথ। আজ প্রথম একদিনের ম্যাচে দুরন্ত ছন্দে দেখতে পাওয়া গেল স্মিথকে। মাত্র ৬২ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল ঝকঝকে একটি শতরান। আর এই জোড়া শতরানের উপর ভর করেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া ৩৭৪ রান তুলল।

Advertisement
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 12/17

সম্প্রতি আইপিএল ২০২০ মরশুমটা খুব একটা ভালো কাটেনি স্টিভ স্মিথের। রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক ১৪ ম্যাচে মাত্র ৩১১ রান করেছিলেন। আর সেইকারণেই তাঁর দল পয়েন্ট টেবিলের একেবারে নিচে অবস্থান করে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 13/17

 আইপিএল টুর্নামেন্টের পর আজই প্রথমবার ২২ গজের যুদ্ধে আরও একবার দেখা গেল স্টিভ স্মিথকে। বল ভালো, একেবারে বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া গেল।
 

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 14/17

এরপর ব্যাট করতে নামে ভারত। শুরুটা বেশ ভালোই করেছিলেন ময়াঙ্ক আগরওয়াল এবং শিখর ধাওয়ান। মাত্র ২৬ বলে প্রথম উইকেটে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু, এরপরেই ঘটে ছন্দপতন। শিখর ধাওয়ান একদিক থেকে ধরে রাখলেও একে একে ফিরে গেলেন ময়াঙ্ক (২২), অধিনায়ক বিরাট কোহলি (২১), তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ার (২) এবং দলের সহ অধিনায়ক কেএল রাহুল (১২)।

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 15/17

এরপর দরকার ছিল একটা বড় পার্টনারশিপের। শিখরের সঙ্গে দাঁড়িয়ে থেকে সেই কাজটাই করলেন হার্দিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে ৪৯ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন হার্দিক এবং ৫৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন শিখর। এরপর ৯৪ বলে এই পার্টনারশিপ সেঞ্চুরি। ভারতীয় সমর্থকদের মনের মধ্যে যে আশার প্রদীপটা নিভে গিয়েছিল, সেটা যেন হঠাৎই দপ করে জ্বলে ওঠে। 

Advertisement
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 16/17

তবে সেই আশা খুব একটা বেশিক্ষণ টেকেনি। ৮৬ বলে ৭৪ রান করে অ্যাডাম জ়াম্পার বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শিখর ধাওয়ান। এরপর আরও একবার অনিশ্চয়তার মেঘ ঘিরে ধরে ভারতীয় ক্রিকেট দলকে। রবীন্দ্র জাদেজা (২৫) এবং নভদীপ সাইনি (২৯) নিজেদের সাধ্যমতো চেষ্টা করলেও, শেষপর্যন্ত দলের মান বাঁচাতে পারেননি। এদিকে ৭৬ বলে ৯০ রান করে ফিরে গেলেন হার্দিক পান্ডিয়াও। সেই অ্যাডাম জ়াম্পার বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে। মহম্মদ শামি শেষবেলায় ১২ রান করলেও জয়ের তুলনায় তা নিতান্তই অপ্রতুল ছিল। 

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচ
  • 17/17

স্টিভ স্মিথকে আজ ম্যাচের সেরা ঘোষণা করা হয়। পুরস্কার নিতে এসে স্মিথ বললেন, "বিগত কয়েকমাস ধরেই আমি এমন একটা ইনিংসের খোঁজ করছিলাম। কিন্তু, দূর্ভাগ্যক্রমে সেটা খুঁজে পাচ্ছিলাম না। তবে কয়েকদিন আগেই আমি নিজের ফর্ম ফিরে পেয়েছি। ব্যাটে ঠিকঠাক বল আসছিল। সেটাই আমি চেয়েছিলাম। ফিঞ্চি এবং ডেভি শুরুটা ভালো করেছিল। আমাকে শুধুমাত্র হালটা ধরতে হত, সেই কাজটুকুই আমি করেছি।"

Advertisement