scorecardresearch
 
Advertisement
খেলা

ICC AWARDS : চলতি মাসে রুটকে কঠিন টক্কর দেবেন অশ্বিন, লড়াইয়ে আছেন মেয়ার্সও

ICC AWARDS
  • 1/4

মাসের সেরা ক্রিকেটারের (প্লেয়ার অফ দ্য মান্থ) নাম ঘোষণা করার জন্য গতকাল ICC তিনজন ক্রিকেটারকে মনোনীত করেছেন। ফেব্রুয়ারি মাসে অসাধারণ পারফরম্য়ান্সের জন্য এই তালিকায় জায়গা পেয়েছেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের অধিনায়ক জো রুট এবং ওয়েস্ট ইন্ডিজ়ের তরুণ তথা ধামাকাদার ব্যাটসম্যান কাইল মেয়ার্স।  

ICC AWARDS
  • 2/4

গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে টেস্ট ম্যাচ খেলেছেন অশ্বিন। যারমধ্যে চেন্নাইয়ে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি বল হাতে কামাল দেখিয়েছেন। সেইসঙ্গে ম্যাচে দ্বিতীয় ইনিংসে তিনি ১০৬ রান করে ভারতের ম্যাচ জিততে সাহায্য করেছেন। আমেদাবাদে আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচে তিনি টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট শিকার করেন। গত মাসে মোট ১৭৬ রান করার পাশাপাশি অশ্বিন ২৪ উইকেট শিকার করেছেন। সেকারণে এই তালিকায় সবার আগে তাঁর নামই রয়েছে।

ICC AWARDS
  • 3/4

ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক জো রুটও ব্যাট এবং বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। সেকারণে এমাসে আবারও তাঁর নাম মনোনীত হয়েছে। তিনি ভারতের বিরুদ্ধে তিনটে টেস্ট ম্যাচে মোট ৩৩৩ রান করেছেন এবং সেইসঙ্গে ছ'উইকেট শিকার করেছেন। গত মাসেও এই তালিকায় রুটের নাম মনোনীত হয়েছিল। চলতি সিরিজ়ের প্রথম ম্যাচে তিনি ভারতের বিরুদ্ধে ২১৮ রান করেছিলেন।

Advertisement
ICC AWARDS
  • 4/4

ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দলে হালে পা রেখেছেন কাইল মেয়ার্স। তিনি দ্বিতীয় ইনিংসে ২১০ রান করেছেন। তাঁর এই ব্যাটিংয়ের দৌলতেই ক্যারিবিয়ান দল ৩৯৫ রানের লক্ষ্যমাত্রা স্থির করে। মহিলাদের মধ্যে নিউজ়িল্যান্ডের ব্রুক হলিডে'র সঙ্গে ইংল্যান্ডের টেমি বিউমন্ট এবং নেট স্কিবরের নাম মনোনীত হয়েছে।

Advertisement