scorecardresearch
 
Advertisement
খেলা

মাঠে ফিরলেন ভারতীয় ক্রিকেটের 'বব্বর শের', অস্ট্রেলিয়া সফরে হয়েছিল অপারেশন

রবীন্দ্র জাদেজা
  • 1/4

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আবারও মাঠে ফিরলেন। তিনি নিজেই টুইট করে এই খবর প্রকাশ্যে আনেন। জাদেজা লিখেছেন, "মাঠে ফিরলাম।" আসলে, জাদেজা নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাঁকে দৌড়তে দেখা গেছে।

রবীন্দ্র জাদেজা
  • 2/4

আপনারা সকলেই একথা জানেন যে অস্ট্রেলিয়া সফরে খেলতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সেকারণে তাঁকে অপারেশনও করাতে হয়। বিগত কয়েকবছর ধরে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হিসেবে যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে তিনি চোট পেয়ে সিরিজ় থেকেই ছিটকে যান। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও তাঁকে দলে নেওয়া হয়নি।

রবীন্দ্র জাদেজা
  • 3/4

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ়েও ভারতীয় ক্রিকেট দলে জাদেজাকে রাখা হয়নি। আগামী ১২ মার্চ থেকে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজ় শুরু হতে চলেছে। এরপর এই দুই দল একদিনের ম্যাচ খেলবে। আগামী ২৩ মার্চ প্রথম একদিনের ম্যাচ আয়োজিত হবে।

Advertisement
রবীন্দ্র জাদেজা
  • 4/4

আশা করা হচ্ছে, একদিনের ক্রিকেটে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা। তবে তার আগে তাঁকে ফিটনেস টেস্ট পাশ করতে হবে। তারপরেই তিনি ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাবেন।

Advertisement