কেএল রাহুল
ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার কেএল রাহুল আরও একবার ফ্লপ হয়ে গেলেন। মঙ্গলবার টিম ম্যানেজমেন্টে রাহুলকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ে তৃতীয়বার রাহুলকে ওপেন করার সুযোগ দিয়েছিল। কিন্তু, সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারলেন না। টানা দ্বিতীয়বার তিনি শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। তৃতীয় ওভারের তৃতীয় বলেই মার্ক উডের ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে যান। বিগত চারটে ইনিংসে রাহুল এই নিয়ে তিন বার শূন্য রানে আউট হয়ে ফিরে গেলেন।
ইশান কিষান
অভিষেক ম্যাচে ধামাকাদার হাফসেঞ্চুরি করলেও মঙ্গলবার ইশান কিষানের ব্যাট একেবারে চুপচাপই ছিল। গতকাল মাত্র ৯ বলে ৪ রান করেই তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ক্রিস জর্ডনের হাতে শিকার হন তিনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে ইশান ৫৬ রানের অসাধারণ একটা ইনিংস খেলেন। যদিও সেইসময় তিনি তাঁর পছন্দের পজ়িশন অর্থাৎ ওপেন করতে নেমেছিলেন। গতকাল তিনি তিন নম্বরে ব্যাট করতে নামেন।
শ্রেয়স আইয়ার
ছ'নম্বরে ব্যাট করতে আসা শ্রেয়স আইয়ারও খুব একটা বেশিক্ষণ উইকেটে সময় কাটাতে পারেননি। তিনি মাত্র ৯ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। মার্ক উডের বলে ডেভিড মালানের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে ফিরে যান।
যুজবেন্দ্র চহ্বাল
বিগত তিনটে ম্যাচে যুজবেন্দ্র চহ্বালের পারফরম্যান্স একেবারে নজর কাড়তে পারেনি। তিনি যথেষ্ট রান দিয়েছেন। গতকালের ম্যাচেও তিনি চার ওভারে ৪১ রান দিয়েছেন। আর মাত্র একটা উইকেটই তিনি শিকার করতে পেরেছেন।