ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি মঙ্গলবার অসাধারণ ব্যাটিং করলেন। তাঁর ব্যাটিংয়ের দৌলতেই ভারত প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সামনে ১৫৭ রানের লক্ষ্যমাত্রা রাখে। এই ম্যাচে ঝড়ের গতিতে রান তুললেন বিরাট। তিনি ৪৬ বল খেলে আটটি বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারির সাহায্যে ৭৭ রান করে অপরাজিত থাকেন।
এই ম্য়াচে মাত্র ৩৭ বলে নিজের ২৭তম অর্ধ শতরানটি পূরণ করলেন বিরাট। চলতি সিরিজ়ে পরপর দুটো ম্যাচে তাঁর ব্যাট থেকে ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এল। শেষ ১৭ বলে বিরাট ধামাকাদার ব্যাটিংয়ের দৌলতে ৪৯ রান করেন। আর সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের মুকুটে বেশ কয়েকটি রেকর্ডের পালক যুক্ত হয়ে গেল।
২০১৬ সালে আয়োজিত টি-২০ বিশ্বকাপের পর এই প্রথমবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি পরপর দুটো টি-২০ ম্যাচে হাফসেঞ্চুরি করলেন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে ইনিংস প্রতি ৫০ কিংবা তার বেশি রান করার পরিসংখ্যানে নিউজ়িল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে স্পর্শ করলেন বিরাট। দুজনেই ১১বার করে এই কামাল দেখিয়েছেন।