scorecardresearch
 
Advertisement
খেলা

উইকেট নিয়ে কাঁদি না, তাই সাফল্য পাই; স্পষ্ট কথা বিরাটের

নরেন্দ্র মোদী স্টেডিয়াম
  • 1/5

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আগামীকাল থেকে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য এই টেস্ট ম্যাচের গুরুত্ব ভারতের কাছে বেশ অনেকখানি। ইতিপূর্বে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক হয়েছে। আজ বিকেলবেলা বিরাট কোহলি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই বিষয়টা নিয়ে ঝেড়ে কাশলেন।

নরেন্দ্র মোদী স্টেডিয়াম
  • 2/5

উইকেট নিয়ে যে এত প্রশ্ন উঠছে তার জবাবে বিরাট কোহলি বললেন, "আমি জানি না, বল এবং উইকেট নিয়ে যে কেন এত বিতর্ক হয়। আলোচনা তো ব্যাটিং নিয়ে হওয়া উচিত।" সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, যদি আপনি উইকেট এবং বলের উপরেই বেশি করে মনোঃসংযোগ করেন, তাহলে তো আর খেলার দিকে আপনার কোনও নজরই থাকবে না।

নরেন্দ্র মোদী স্টেডিয়াম
  • 3/5

আজ একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি বললেন, "ঘূর্নি উইকেট নিয়ে এত কথাবার্তা তো হয়! কিন্তু, কেউ তো একবার এই প্রশ্নটা করেন না যে যে উইকেটে জোরে বোলাররা সাহায্য পান, সেখানে তিনদিনের মধ্যে একটা টেস্ট ম্যাচ শেষ হয়ে যায় কেন?"

Advertisement
নরেন্দ্র মোদী স্টেডিয়াম
  • 4/5

এরপরই বিরাটের কথায় উঠে আসে ভারতের নিউজ়িল্যান্ড সফরের প্রসঙ্গ। ভারতীয় ক্রিকেট দলের যথেষ্ট প্রশংসা করেন তিনি। বললেন, "আমরা নিউজ়িল্যান্ডের মাটিতে তৃতীয় দিন মাত্র ৩৬ ওভারের মধ্যেই আউট হয়ে গিয়েছিলাম। ম্যাচটাও হেরে গিয়েছিলাম। আমি বুক ঠুকে একথা বলতে পারি যে ভারতের কেউ উইকেট নিয়ে এত চিৎকার চেঁচামেচি করেনি। তখন শুধুমাত্র ভারতের ব্যাটিং নিয়ে আলোচনা হয়েছিল। কেউ উইকেট নিয়ে কোনও প্রশ্নই তোলেনি।"

নরেন্দ্র মোদী স্টেডিয়াম
  • 5/5

এই প্রসঙ্গে কোহলি আরও বললেন, "তখন তো কেউ চোখে দেখতে পাননি যে উইকেটে পড়ার পর বল কীভাবে ব্যাটে আসছে? বল কতটা ঘুরছে এবং উইকেটে কতটা ঘাস রয়েছে। আমরা যে উইকেটেই খেলি না কেন, সেটা নিয়ে আমরা কখনও কান্নাকাটি করি না। এটাই আমাদের সাফল্যের আসল রহস্য। আগামীদিনেও আমরা এমনটাই করব।"

Advertisement