শুরু হতে চলেছে আইপিএল ২০২১। তার আগে গতকাল হয়ে গেল এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান। চেন্নাইয়ে আয়োজিত এই মিনি অকশনে অংশগ্রহণ করেছিলেন ২৯৮জন ক্রিকেটার। কিন্তু, শেষপর্যন্ত ২২জন বিদেশি সহ মোট ৫৭জন ক্রিকেটারের ভাগ্যদয় হল। আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত হয়েছে তাঁদের নাম। গতকালের এই নিলাম অনুষ্ঠানে তুলনামূল কম পরিচিত ক্রিকেটারদের উপরে মুঠো মুঠো পয়সা খরচ করা হয়। পাশাপাশি কয়েকজন তারকা ক্রিকেটারকে আবার ব্যর্থ মনোরথ নিয়েই বাড়ি ফিরতে হয়েছে। আসুন একনজরে দেখে নেওয়া যাক এই তারকা ক্রিকেটারদের তালিকায় কে কে রয়েছেন যাঁরা শেষপর্যন্ত UNSOLD থেকে গেলেন।
এই নিলাম অনুষ্ঠানে এমন ১০জন ক্রিকেটার ছিলেন, যাঁরা নিজেদের বেস প্রাইস ২ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের পেস বোলার লিয়াম প্লাঙ্কেট এবং তারকা ওপেনিং ব্যাটসম্যান জেসন রয়। তাঁদের প্রতি কোনও ফ্র্যাঞ্চাইজ়িই আগ্রহ প্রকাশ করেনি।
১২ জন ক্রিকেটার ছিলেন যাঁদের বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। এই তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার মর্নি মর্কেল, ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যালেক্স হেলস, অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি, ইংল্যান্ডের আদিল রশিদ, আইপিএল টুর্নামেন্টে ২,৪৭৭ রান করা শন মার্শ, পেস বোলার ডেভিড উইলি এবং লুই গ্রেগরি। এই ক্রিকেটারদের কোনও ফ্র্যাঞ্চাইজ়ি কেনেনি।
এবার এক কোটি বেস প্রাইস ছিল এমন ক্রিকেটারদের কথা আলোচনা করা যাক। এই তালিকায় ছিলেন মোট ১১জন ক্রিকেটার। কিন্তু, এই তালিকায় ৯জন ক্রিকেটারের প্রতি কোনও দল আগ্রহ প্রকাশ করেনি। বেশ কয়েকটা বড় নামও এই তালিকায় রয়েছে। গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা তথা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ক্যারিবিয়ান ব্যাটসম্যান এভিন লুই, ভারতের হনুমা বিহারী, ওয়েস্ট ইন্ডিজ়ের পেস বোলার শেলডন কটরেল, বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মারনাস লাবুশেন, বোলার জেসন বেহরেনডর্ফ, বিলি স্ট্যানলেক এবং অস্ট্রেলিয়ারই উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডকে কোনও ফ্র্যাঞ্চাইজ়ি কেনেনি।
এর পাশাপাশি এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা টি-২০ ফরম্যাটে যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেও আইপিএল-এর মঞ্চ থেকে শেষপর্যন্ত খালি হাতেই ফিরতে হল। এই ক্রিকেটারদের বেস প্রাইস ছিল ৭৫ লাখ, কিন্তু তাও তাঁদের দিকে কোনও ফ্র্যাঞ্চাইজ়িই হাত বাড়াল না। এই তালিকায় রয়েছেন নিউজ়িল্যান্ডের তারকা বোলার টিম সাউদি, অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার, মহম্মদ মেহমুদউল্লাহ, শেরফেন রাদারফোর্ড, ডোয়েন ব্র্যাভো, কিমো পল এবং ফিদেল এডওয়ার্ডস।
এবার ৫০ লাখের ক্রিকেটারদের কথায় আসা যাক যাঁরা শেষপর্যন্ত UNSOLD থেকে গেলেন। এই তালিকায় রয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট, টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের তালিকায় তৃতীয় স্থানে থাকা মার্টিন গাপটিল, গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে যাওয়া ইসুরু উদানা, মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন পেসার মিশেল ম্যাকলাগেন, আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে যাওয়া কিউয়ি অলরাউন্ডার কলিন ডি'গ্র্যান্ডহোম, ভারতীয় পেসার বরুণ অ্যারন, মোহিত শর্মা, ওসানে থমাস, ইশ সোধি এবং টি-২০ ক্রিকেটে তিনটে শতরান থাকা কলিন মুনরো।