scorecardresearch
 
Advertisement
খেলা

IPL-এ সাফল্যের জন্য দেউড়ি মাতা মন্দিরে পুজো দিতে গেলেন ধোনি, রইল PHOTOS

মহেন্দ্র সিং ধোনি
  • 1/6

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আপাতত ক্রিকেট থেকে অনেকটাই দূরে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর শুধুমাত্র আইপিএল টুর্নামেন্টেই তাঁকে খেলতে দেখা গেছে। এরপর দুবাইয়ে তিনি কিছুদিন সময় কাটিয়ে আসেন। কিন্তু, সম্প্রতি তাঁকে রাঁচির ফার্মহাউজ়ে বেশি দেখতে পাওয়া যায়।

ছবি - টুইটার (@DhoniItCell)

মহেন্দ্র সিং ধোনি
  • 2/6

যদিও ক্রিকেট থেকে আপাতত দুরত্ব বাড়িয়ে ফেলেছেন ধোনি, কিন্তু আজও তাঁর সমর্থকের সংখ্যা নেহাতই কম নয়। তাঁকে একটাবার দেখার জন্য় প্রত্যেকেই উদগ্রীব হয়ে থাকেন। আপাতত ধোনি ২০২১ সালের আইপিএল টুর্নামেন্ট খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন। আরও একবার তিনি চেন্নাই সুপার কিংস দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে গতকাল তিনি দেবী মায়ের আশীর্বাদ নিতে ছুটে যান।

ছবি - টুইটার (@DhoniItCell)

মহেন্দ্র সিং ধোনি
  • 3/6

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক গতকাল রাঁচি থেকে কিছু দুরে তমার অঞ্চলে অবস্থিত পবিত্র দেউড়ি মন্দিরে যান। সেখানে তিনি রীতি মেনে দেউড়ি মাতার পূজা-অর্চনা করেন এবং আশীর্বাদ নেন। তাঁকে একবার দেখার জন্য নিমেষের মধ্যে মন্দির চত্বরে ভিড় জমে যায়।

ছবি - টুইটার (@DhoniItCell)

Advertisement
মহেন্দ্র সিং ধোনি
  • 4/6

প্রায় ২২ মিনিট ধোনি মন্দিরে ছিলেন। মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত মনোজ পন্ডা এবং পণ্ডিত নরসিংহ পণ্ডা তাঁর সঙ্গে দেবী মাতার পূজো করেন।

ছবি - টুইটার (@DhoniItCell)

মহেন্দ্র সিং ধোনি
  • 5/6

ধোনি মন্দিরে আসার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়ানো দর্শনার্থীরাও যথেষ্ট উৎসুক হয়ে পড়েন। ধোনিকে একবার দেখার জন্য তাঁরা অধৈর্য্য হয়ে ওঠেন। এই খবর মাহির কানে পৌঁছনো মাত্রই তিনি নিজে ওই দর্শনার্থীদের কাছে চলে যান। সেলফি নেন। বেশ খানিকক্ষণ সময় কাটান।

ছবি - টুইটার (@DhoniGallery)

মহেন্দ্র সিং ধোনি
  • 6/6

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে রাঁচি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে তমাড় অঞ্চলে এই দেউড়ি মাতার মন্দির অবস্থিত। কথিত আছে, এই মন্দির প্রায় ৭০০ বছরের প্রাচীন। এই মন্দিরে মা দূর্গার ১৬টি হাত দেখতে পাওয়া যায়।

ছবি - টুইটার (@DhoniGallery)

Advertisement