scorecardresearch
 
Advertisement
খেলা

ISL 2021 Golden Boot: এগিয়ে রয়েছেন রয় কৃষ্ণা, দেখে নিন আর কে কে আছে দৌড়ে

সোনার বুট
  • 1/8

চলতি মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ এখন প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। লিগ পর্যায়ের সব ম্যাচ খেলা হয়ে গেছে। বাকি আছে আর নকআউট পর্বের খেলা। তারপর ফাইনাল ম্যাচ। তবে দেশের ফুটবল আঙিনায় এখন থেকেই একটা গুঞ্জন উঠতে শুরু করেছে। কে পাবে এবারের সোনার বুট? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান সুপার লিগে যে ফুটবলারের গোল সংখ্যা সবথেকে বেশি থাকবে, তাঁর হাতেই উঠবে এই গোল্ডেন বুট পুরস্কার। আসুন দেখে নেওয়া যাক, কোন কোন ফুটবলার এই তালিকায় এগিয়ে রয়েছেন।

সোনার বুট
  • 2/8

তালিকার একেবারে শীর্ষে রয়েছেন এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা। তাঁর ঠিক পরেই রয়েছেন এফসি গোয়ার ইগর অ্যাঙ্গুলো। চলতি লিগে সর্বোচ্চ ১০ গোলদাতার মধ্যে মাত্র চারজনই এই দৌড়ে টিকে থাকতে পারবেন। কারণ বাকি দলগুলো ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। 

সোনার বুট
  • 3/8

হ্যাঁ, তবে লড়াই এখনও চলছে। আসুন দেখে নেওয়া যাক চলতি ইন্ডিয়ান সুপার লিগে সর্বোচ্চ পাঁচ গোলদাতাকে...

Advertisement
সোনার বুট
  • 4/8

রয় কৃষ্ণা ।। এটিকে মোহনবাগান ।। ১৪ গোল (২০)

চলতি মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে ফিজির এই ফরোয়ার্ড অসাধারণ পারফরম্যান্স করেছেন। ২০২০-২১ মরশুমে গোটা দল যে সংখ্যক গোল করেছে, তারমধ্যে কৃষ্ণাই অর্ধেক গোল করেছেন। ইতিমধ্যে এটিকে মোহনবাগান প্লে-অফে পৌঁছে গেছে। সোনার বুট জেতার দৌড়ে রয় কৃষ্ণা বথেকে এগিয়ে রয়েছে।

সোনার বুট
  • 5/8

ইগর অ্যাঙ্গুলো ।। এফসি গোয়া ।। ১৩ গোল (১৯)

তবে রয় কৃষ্ণার একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এফসি গোয়া দলের স্প্যানিশ স্ট্রাইকার ইগর অ্যাঙ্গুলো। চলতি মরশুমে তিনি ১৩টি গোল করেছেন। অ্যাঙ্গুলো এবারই প্রথম এফসি গোয়া দলে হয়ে খেলছেন। আর তাতেই এসেছে সাফল্য। তিনি দলকে ইতিমধ্যেই শেষ চারে তুলে নিয়ে গেছেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনিও যে কোনও মুহুর্তে শীর্ষস্থানে উঠে আসতে পারেন।

সোনার বুট
  • 6/8

দিয়েগো মরিশিও ।। ওড়িশা এফসি ।। ১২ গোল (২০)

হতে পারে, চলতি মরশুমে ওড়িশা এফসি'র যাত্রা শেষ হয়ে গেছে। কিন্তু, এই দলের ব্রাজ়িলিয়ান স্ট্রাইকার দিয়েগো মরিশিও অভিষেক মরশুমেই সকলের নজর কেড়েছেন। মরিশিও ২০টি ম্যাচে এক ডজন গোল করেছেন। পয়েন্ট টেবিলে ওড়িশা একেবারে নিচে থাকলেও, মরিশিও কিন্তু সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।

সোনার বুট
  • 7/8

অ্যাডাম লে ফন্দ্রে ।। মুম্বই সিটি ।। ১১ গোল (২০)

চলতি আইএসএল মরশুমে মুম্বই সিটি এফসি দলের ব্রিটিশ স্ট্রাইকার অ্যাডাম লে ফন্দ্রে ২০টি ম্যাচে ১১ গোল করেছেন। আইল্যান্ডার্স ব্রিগেড ইতিমধ্যেই প্লে-অফে পৌঁছে গেছে। সেকারণে অ্যাডাম লে ফন্দ্রেও এই সোনার বুট জয়ের অন্যতম দাবিদার বলেই মনে করা হচ্ছে। তিনিও রয় কৃষ্ণা এবং ইগর অ্যাঙ্গুলোর সঙ্গে দৌড়ে রয়েছেন।

Advertisement
সোনার বুট
  • 8/8

বার্থোলোমিউ ওগবেচে ।। মুম্বই সিটি ।। ৮ গোল (২০)

কঠিন হলেও এই লড়াইয়ে এখনও রয়েছেন মুম্বই সিটি এফসি'র নাইজেরিয়ান স্ট্রাইকার বার্থোলোমিউ ওগবেচে। আইএসএল টুর্নামেন্টের বিগত দুটো মরশুমে তিনি মোট ২৭ গোল করেছেন। এবছর মুম্বই সিটি এফসি'র হয়ে অ্যাডাম লে ফন্দ্রের পর ওগবেচেই সবথেকে বেশি নজর কেড়েছেন। ২০টা ম্যাচের মধ্যে তিনি এখনও পর্যন্ত আটটা গোল করেছেন। তবে রয় কৃষ্ণাকে স্পর্শ করা বার্থোলোমিউয়ের পক্ষে যথেষ্ট কঠিন বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Advertisement