আপাতত ঘরোয়া ক্রিকেটের মধ্যে বিজয় হাজারে ট্রফি খেলা হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারে এটা অন্যতম বড় টুর্নামেন্ট হিসেবেই দেখা হয়। প্রতিদিন কোনও না কোন তরুণ ক্রিকেটার আগুন ঝরানো পারফরম্যান্স করছেন। আজ ছিল শার্দূল ঠাকুরের পালা। ভারতীয় ক্রিকেট দলে পেসার হিসেবে তিনি অংশগ্রহণ করলেও বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে কার্যত ধামাকা করলেন।
(ছবি - টুইটার)
আজ হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বই দলের হয়ে তিনি খেলতে নামেন এবং ৯২ রানের বিধ্বংসী একটা ইনিংস দলকে উপহার দেন। যখন তিনি সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন, তখন ১৪৮ রানে অর্ধেক দল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। এরপর শার্দূল ৫৭ বলে ছ'টি বাউন্ডারি এবং একই সংখ্যক ছক্কা হাঁকিয়ে দলের রান ৩০০ টপকে দেন।
টসে দিতে নির্ধারিত ৫০ ওভারে মুম্বই ৯ উইকেট হারিয়ে ৩২১ রান তোলে। জবাবে হিমাচল মাত্র ১২১ রানেই অলআউট হয়ে যায়। মাত্র ২৪.১ ওভারই তাঁরা খেলার সুযোগ পান। এই ম্যাচটা মুম্বই ২০০ রানে জেতে। সেইসঙ্গে টানা পাঁচটা ম্যাচ জিতে মুম্বই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়।
ইতিপূর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন শার্দূল। শার্দূল ছাড়াও সূর্যকুমার যাদব ৯১ এবং আদিত্য তারে ৮৩ রান করেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং দলের দুই ওপেনার পৃথ্বী শ এবং যশস্বী জয়সওয়াল ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে শার্দূল ঠাকুর ইতিমধ্য়ে দুটো টেস্ট ম্যাচ, ১২টি একদিনের ম্যাচ এবং ১৭ টি-২০ ম্যাচ খেলেছেন। আইপিএল টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মহারাষ্ট্রের এই ক্রিকেটার ধীরে ধীরে জোরে বোলার অলরাউন্ডার হয়ে উঠছেন।
আজকের অন্য ম্যাচগুলোর ফলাফল
(ছবি - টুইটার)