মহম্মদ সিরাজের ঘটনাটা তো আজ আর কারোর অজানা নয়। আইপিএল টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই সংযুক্ত আরব আমিরশাহী থেকে সোজা অস্ট্রেলিয়া চলে এসেছেন সিরাজ। কিন্তু, ইতিমধ্যেই তাঁর বাবার শরীর খারাপ হয় এবং তিনি মারা যান।
এই খবর শোনার পর খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন সিরাজ। তাঁকে ভারতে ফেরার অনুমতিও দেওয়া হয়। তবে 'দেশের হয়ে খেলার জন্য' তিনি ভারতে আর ফিরতে চাননি। দলের সঙ্গে থেকে গিয়েছেন অস্ট্রেলিয়াতেই।
একদম এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের এক পেস বোলারও। তিনিও সবেমাত্র ক'দিন আগেই নিজের বাবাকে হারিয়েছেন। বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়লেও, জাতীয় কর্তব্যে তিনি বিন্দুমাত্র অবহেলা করেননি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেললেন টেস্ট ম্যাচ। শিকার করলেন উইকেটও।
বর্তমানে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজ়। সেই ক্যারিবিয়ান দলেরই চূড়ান্ত একাদশে রয়েছেন কেমার রোচ। সম্প্রতি প্রয়াত হয়েছেন কোমার রোচের বাবা অ্যান্ড্রু স্মিথ। তাঁর স্মৃতিতে দুই দলের ক্রিকেটারই ম্যাচের প্রথম দিন কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে সিডন পার্কে অনুশীলন করছিলেন রোচ। আর সেই সময়েই তিনি বাবার মৃত্যুর খবর পান।
তবে বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়লেও তিনি এই টেস্ট ম্যাচে খেলার সিদ্ধান্ত নেন এবং টম লাথামের গুরুত্বপূর্ণ উইকেটটি তিনি শিকার করেন। ইতিপূর্বে উইকেট শিকারের পর তাঁকে যেভাবে উদযাপন করতে দেখা যেত, আজ তার বিন্দুবিসর্গ দেখা গেল না। বরং তিনি মাটিতে হাঁটু মুড়ে বসে বাবাকে স্মরণ করেন।
ম্য়াচ শুরু হওয়ার কয়েকঘণ্টা আগে ওয়েস্ট ইন্ডিজ় দলের টিম ম্যানেজার রাওল লুই একটি বিবৃতিতে জানান, "ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড এবং ক্যারিবিয়ান দলের পক্ষ থেকে আমরা কেমার এবং ওর গোটা পরিবারকে সমবেদনা জানাচ্ছি। প্রিয়জনকে হারানো খুব একটা সহজ বিষয় নয়। এই কঠিন সময়ে আমরা কেমারের পাশে থাকার আশ্বাস দিয়েছি।"
CWI extends deepest condolences to Kemar Roach and his family on the passing of his father.
— Windies Cricket (@windiescricket) December 3, 2020
Both the #MenInMaroon and the @BLACKCAPS teams wore black armbands on the opening day of the 1st Test in his honour.
More here⬇️https://t.co/qG8GtiO7h4 pic.twitter.com/nIwjfl3vq7
আজ ম্যাচের প্রথম দিনে নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন একেবারে সামনে থেকে নেতৃত্ব দেন। হ্যামিলটনে আয়োজিত এই টেস্ট ম্যাচের প্রথম দিন ৯৭ রানে তিনি অপরাজিত থাকেন। টেস্ট ক্রিকেটে ২২তম শতরান থেকে মাত্র ৩ রান দূরে রয়েছেন কেন।
উইলিয়ামসন এবং ওপেনার টম লাথাম দ্বিতীয় উইকেটে ১৫৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। আর এই জুটির দৌলতেই প্রথম দিনের শেষে নিউজ়িল্যান্ড যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। তবে শুরুতেই ফিরে গিয়েছিলেন উইল ইয়ং।