মাসখানেক আগেও করোনা মহামারীতে গোটা বিশ্ব কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে আবার সবকিছু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। এরই মাঝে আজ করোনা ভ্য়াকসিন নিয়ে একটি টুইট করেন ভারতীয় ক্রিকেট দলের প্রখ্যাত অফস্পিনার হরভজন সিং। কিন্তু, এই একটি টুইটেই বেজায় খাপ্পা হয়েছে গোটা দেশ। এই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন তুলে ভাজ্জি মন্তব্য করেন, এমন ভ্যাকসিনের আদৌ কি কোনও দরকার আছে?
টুইটে তিনি লিখেছেন, "ফাইজ়ার এবং বায়োটেক ভ্যাকসিনের রোগ প্রতিরোধের ক্ষমতা - ৯৪ শতাংশ, মডার্না ভ্যাকসিন - ৯৪.৫ শতাংশ, অক্সফোর্ড ভ্যাকসিনের - ৯০ শতাংশ। সেই জায়গায় গোটা দেশে ভ্যাকসিন ছাড়াই সুস্থতার হার ৯৩.৬ শতাংশ। ফলে ভ্যাকসিন নেওয়ার আর দরকারটাই বা কী?"
PFIZER AND BIOTECH Vaccine:
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 3, 2020
Accuracy *94%
Moderna Vaccine: Accuracy *94.5%
Oxford Vaccine: Accuracy *90%
Indian Recovery rate (Without Vaccine): 93.6%
Do we seriously need vaccine 🤔🤔
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্বে কমপক্ষে ৬ কোটি ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এই রোগের কারণে এখনও পর্যন্ত ১৪ লাখ ৮১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতে কমপক্ষে ৯৫ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গোটা দেশে ১ লাখ ৩৮ হাজার মানুষ এখনও মারা গেছেন।
এই মহামারী প্রতিরোধের জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব বাজারে ভ্যাকসিন আনার কথা চলছে। এই পরিস্থিতিতে ব্রিটেনের ফাইজ়ার-বায়োএনটেক ভ্যাকসিনকেই সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার মঞ্জুরি দেওয়া হয়েছে। এই ভ্যাকসিনে ৯৫ শতাংশ রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে।
হরভজনের এই টুইটের পরেই ভারতের প্রাক্তন অফস্পিনারকে নিয়ে ট্রল শুরু হয়ে যায়। একজন সমর্থক ভাজ্জিকে খানিক কটাক্ষের সুরেই জবাব দিয়েছেন, "তাহলে আমাদের অভিজ্ঞ বোলারেরই বা দরকার কী? পার্ট টাইম বোলারদের দিয়েই তো কাজ হয়ে যেতে পারে। যখন স্পিনাররা বল করতে আসে, তখন আমরা প্যাড কেন পরি। আমাদের হাড়ও তো যথেষ্ট মজবুত।"
আবার আরেকজন বললেন, "প্রথমে বিজ্ঞানটা ভালো করে শিখুন, তারপর পরামর্শ দিতে আসবেন।" শুভম মিশ্রা নামে ওই ব্যক্তি আরও লিখেছেন, "এমন বোকা বোকা টুইট করবেন না। প্রত্যেকটা বিমানেই চড়ার আগে পাঁচ শতাংশ ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে, তা বলে কী আপনি বিমানে চাপবেন না? ৯৩.৬ শতাংশ সুস্থতার হার কথাটির অর্থ হল ৬.৪ শতাংশ মানুষ এখনও করোনার মতো মহামারীর সঙ্গে লড়াই করছেন। তাঁরা মারাও যেতে পারেন। এবার আমাদের দেশের ১৪০ কোটি জনগণের ৬.৪ শতাংশ কত হবে, সেটা অঙ্ক কষে বের করে ফেলুন। প্রথমে বিজ্ঞানটা শিখে তারপরেই টুইট করুন।"