করোনা মহামারীর কারণে গতবছর স্থগিত করতে হয়েছিল এশিয়া কাপ টুর্নামেন্ট। তবে এবছরও এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে এই বছরের জুন মাসে শ্রীলঙ্কায় বসতে পারে এশিয়া কাপের আসর। পাশাপাশি চলতি বছর ১৮ জুন আবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পয়িনশিপের ফাইনাল ম্যাচ ভারত এবং নিউজ়িল্যান্ডের মধ্যে খেলা হবে। আর এই নিয়েই শুরু হয়েছে নয়া সমস্যা।
জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড পরিকল্পনা করছে যে ভারতীয় ক্রিকেটের একটা দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে যাবে। অন্যদিকে আরও একটা দল প্রস্তুত করা হবে যারা শ্রীলঙ্কায় এশিয়া কাপ ২০২১ খেলবে। সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুসারে, যদি এশিয়া কাপ এবছর আয়োজন করা সম্ভব হয়, তাহলে এটা ছাড়া আর কোনও বিকল্প রাস্তা খোলা নেই। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও ঝুঁকি গ্রহণ করতে চাইছে না। ক্রিকেটারদের দু'বার করে কোয়ারান্টাইনে রাখা সম্ভব নয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শ্রীলঙ্কায় আয়োজিত এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে হবে।
আসলে ভারতীয় ক্রিকেট দলকে এই বছর যথেষ্ট ব্যস্ত সূচির মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই ৩-১ ব্য়বধানে টেস্ট সিরিজ় জিতে নিয়েছে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজ় খেলবে ভারত। আর একদিনের সিরিজ় শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে আইপিএলের মহাযুদ্ধ। তারপর আবার টি-২০ বিশ্বকাপও তো রয়েছে। এই পরিস্থিতিতে চলতি বছর এশিয়া কাপে দ্বিতীয় দল পাঠানো ছাড়া ভারতের কাছে আর কোনও রাস্তাই খোলা নেই। যদি জুন মাসে একান্তই এশিয়া কাপ আয়োজিত হয়, তাহলে ভারতকে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্থ, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াকে ছাড়াই মাঠে নামতে হবে।
তবে এশিয়া কাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও কোনও আপডেট দেওয়া হয়নি। কিন্তু, সবথেকে বড় প্রশ্ন এটাই যে কে হবেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক! চোখ বন্ধ করে একথা বলা যেতেই পারে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলকে এশিয়া কাপে নেতৃত্ব দিতে পারেন কে এল রাহুল। তেমনটা হয় কি না, সেটাই এখন দেখার। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এশিয়া কাপে এখনও পর্যন্ত সাফল্যের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারত এখনও পর্যন্ত সবথেকে বেশি সাত বার এশিয়া কাপের খেতাব জয় করেছে।