scorecardresearch
 
Advertisement
খেলা

ক্রিকেট নয়, অন্য একটি কারণে অনন্য সম্মান পেলেন ধোনি! দেখুন ছবিতে

মহেন্দ্র সিং ধোনি
  • 1/4

বলা হয়, মহেন্দ্র সিং ধোনি নাকি যে জিনিসটাতেই হাত দেন, সেটাই সোনা হয়ে যায়। আর যেখানে পা রাখেন, সেই জায়গাটা তাঁর নিজের হয়ে যায়। আসলে অন্য ক্রিকেটারদের থেকে চিন্তাভাবনার ফারাকের কারণেই তিনি রাঁচির মাহি থেকে হয়ে উঠেছেন মহেন্দ্র সিং ধোনি। সেকারণেই ২৬ বছরের এক তরুণ ক্রিকেটারের কাঁধে তুলে দেওয়া হয়েছিল গোটা ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব। তবে নিরাশ করেননি ধোনিও। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। পাশাপাশি ২৮ বছরের খরা কাটিয়ে ২০১১ সালে দ্বিতীয়বার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে ভারত সেই ধোনির নেতৃত্বেই। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর ধোনি আপাতত চাষ-আবাদ এবং পশুপালন নিয়েই বেশিরভাগ সময় কাটাচ্ছেন। আর তাতেও তিনি কম সাফল্য পাননি।

(ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া)

মহেন্দ্র সিং ধোনি
  • 2/4

রাঁচির বিরসা এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে আপাতত কৃষক মেলা বসেছে। এই মেলাতেই মহেন্দ্র সিং ধোনিকে সেরা গো-পালকের সম্মান জানানো হয়। আইপিএল টুর্নামেন্টের চতুর্দশ মরশুমের প্রস্তুতির জন্য ধোনি আপাতত চেন্নাইয়ে রয়েছেন। সেকারণে ঝাড়খণ্ড বিধান সভার স্পিকার রবীন্দ্র নাথ মাহাতের হাত থেকে এই বিশেষ সম্মানটি গ্রহণ করেন তাঁর প্রতিনিধি কুনাল গৌরব। গৌরব জানিয়েছেন যে আপাতত ৭৩টি গোরু পালন করছেন মহেন্দ্র সিং ধোনি। শহরে থাকলে প্রত্যেকদিন অন্তত একবার করে তিনি এই পশুখামারে আসেন।

(ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া)

মহেন্দ্র সিং ধোনি
  • 3/4

তিনি আরও জানান যে ৪৩ একর জমিতে ধোনি এই ফার্ম হাউস খুলেছেন। এই ধোনি থাকার পাশাপাশি জৈবিক পদ্ধতিতে চাষ-আবাদও করে থাকেন। ধোনির ক্ষেতে উৎপাদিত সবজি বিদেশের বাজারে যেতেও প্রস্তুত। তিনি ১০ একর জমিতে ফল এবং ফসল উৎপাদন করছেন। এখানে বাঁধাকপি, টোম্যাটো, স্ট্রবেরি, মটর চাষ করা হয়। স্থানীয় বাজারে এই সবজি বিক্রি করা হয়। সম্প্রতি ধোনি কড়কনাথ মুরগির চাষ করার জন্য ঝাবুয়া থেকে মুরগির বাচ্চা অর্ডারও দিয়েছিলেন।

(ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া)

Advertisement
মহেন্দ্র সিং ধোনি
  • 4/4

লকডাউন চলাকালীন ধোনি একটি ট্রাক্টরও কিনেছেন। ধোনির সেই ট্রাক্টর চালানোর ভিডিও ইন্টারনেটে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

(ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া)

Advertisement