গোটা বিশ্বে কত কিছুই না অবাক করা ঘটনা ঘটে। এই ঘটনাটিকেও তেমনই একটা ধরা যেতে পারে। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দিয়েগো মারাদোনা। তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য খেলা চলাকালীন নিজের জার্সি খুলে ফেলেন লিওনেল মেসি। আর সেকারণেই তাঁকে ৬০০ ইউরো (৭২০ ডলার) জরিমানা করা হয়।
গত রবিবার ওসাসুনা ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল বার্সেলোনা। সেই ম্যাচে বার্সা ৪-০ গোলে জয়লাভ করে। ম্যাচের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে মেসিকে এই জরিমানা করা হয়েছে।
আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসি গোল করার পর নিজের বার্সেলোনার জার্সি খুলে ফেলেন। ভেতরে অবশ্য তিনি মারাদোনার পুরনো ক্লাব নেপলস ওল্ড বয়েজ় ক্লাবের জার্সি পরে ছিলেন। এরপর তিনি দুই হাত আকাশে তুলে মারাদোনার উদ্দেশ্য়ে চুম্বন ছুঁড়ে দেন।
🌟 A stunning goal.
— LaLiga English (@LaLigaEN) December 3, 2020
🙏 A touching tribute.
A moment that will remain in the history books of #LaLigaSantander! 💫#LaLigaHistory pic.twitter.com/m5MMExynuh
ম্যাচের পর মারাদোনার একটি ছবির পাশে নিজের এই ছবিটি লাগিয়ে টুইট করেন মেসি। ক্যাপশনে লেখেন, "ফেয়ারওয়েল দিয়েগো।"