ভারতের বিরুদ্ধে প্রথম দুটো একদিনের ম্যাচে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজ়ে তারা ২-০ ব্যবধানে এগিয়েই ছিল। এই অবস্থায় সিরিজ়ের অন্তিম ম্যাচে প্যাট কামিন্সকে বিশ্রাম দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপরই প্রাক্তন অজ়ি স্পিডস্টার ব্রেট লি কামিন্সকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে প্রশ্ন তোলেন।
কোনও ম্যাচে প্যাট কামিন্স অস্ট্রেলিয়া দলের হয়ে পেস বোলিং শুরু করেন। ইতিপূর্বে ইংল্যান্ড সিরিজ়ে কামিন্স অস্ট্রেলিয়া দলের হয়ে খেলেন। তারপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (IPL) তাঁকে খেলতে দেখা যায়। কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেন। সেকারণেই ভারতের বিরুদ্ধে অন্তিম একদিনের ম্যাচে কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়েছিল। পাশাপাশি আগামী টি-২০ সিরিজ়েও তাঁকে অস্ট্রেলিয়ার চূড়ান্ত একাদশে দেখা যাবে না।
ফক্সস্পোর্টস.কম.এউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বললেন, "আমি আশা করছি, এটা খুব সম্ভবত কামিন্সের সিদ্ধান্ত ছিল না। ও হয়ত খেলতেই চেয়েছিল। কারণ সাধারণত কোনও ক্রিকেটার এমন বড় একটা ম্যাচে খেলতেই চায়।"
সেইসঙ্গে তিনি এও যোগ করেন, "দুটো ম্যাচে পরেই যে কামিন্স ক্লান্ত হয়ে যাবে, এমন ক্রিকেটার কিন্তু ও নয়। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যত বেশি ম্যাচ আমি খেলতাম, তত ভালো ছন্দে থাকতে পারতাম।"
প্রসঙ্গত, তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া ১৩ রানে পরাস্ত হয়। আগামীকাল থেকে এই দুই দলের মধ্যে টি-২০ সিরিজ় শুরু হতে চলেছে।
লি জানিয়েছেন, যদি কোনও ক্রিকেটার চোট পায় তাহলে তাঁকে বিশ্রাম দেওয়াই উচিত। কিন্তু, ফিট ক্রিকেটারদের যতটা বেশি সম্ভব খেলানো উচিত।