scorecardresearch
 
Advertisement
খেলা

হাফসেঞ্চুরি মিস করলেও রোহিতের ঝুলিতে এল এই অনন্য রেকর্ড!

রোহিত শর্মা
  • 1/5

মাত্র এক রানের জন্য আজ হাফসেঞ্চুরি মিস করলেন ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। ৪৯.৬ ওভারে বেন স্টোকসের বলে তিনি lbw হলেন। রোহিতকে ৪৯ রানে প্যাভিলিয়নে ফিরতে হল। তবে এই চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মাই প্রথম ওপেনার যিনি ১,০০০ রানের চৌকাঠ স্পর্শ করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত আপাতত চতুর্থ তথা অন্তিম টেস্ট ম্যাচ খেলছে। রোহিতের পরে এই তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার (৯৪৮) এবং ডিন এলগার (৮৪৮)।

রোহিত শর্মা
  • 2/5

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মরশুমে এশিয়া মহাদেশের ক্রিকেটারদের মধ্যে সবথেকে দ্রুত হাজার রান করেছেন রোহিত। এছাড়া এই তালিকায় রয়েছেন অজিঙ্কা রাহানে (১০৬৮) যিনি হাজারের বেশি রান করেছেন। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক হাজার রানের তালিকায় ইতিমধ্যেই নাম লিখিয়েছেন মারনাস লাবুশেন (১৬৭৫), স্টিভ স্মিথ (১৩৪১), জো রুট (১৬৩০) এবং বেন স্টোকস (১৩০১)।

India vs England 4th Test Day 2: লাইভ স্কোর এবং আপডেটস

রোহিত শর্মা
  • 3/5

এশিয়া মহাদেশের ক্রিকেটারদের মধ্যে রোহিত হলেন প্রথম ওপেনার যিনি মাত্র ১৭ ইনিংসে এই ১,০০০ রানের চৌকাঠ স্পর্শ করছেন। ২০২০ সালে ময়াঙ্ক আগরওয়াল ১৯ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। রোহিত শর্মা ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে ১,০০০ রান করলেন। ইতিপূর্বে বিনোদ কাম্বলি ১৪ ইনিংসে এমন অভিনব কৃতিত্ব অর্জন করেছিলেন। এরপর রয়েছেন রোহিত (১৭) এবং চেতেশ্বর পূজারা (১৮)।

Advertisement
রোহিত শর্মা
  • 4/5

রোহিত সর্বকালের সেরা তৃতীয় দ্রুততম ওপেনার হিসেবে নিজের নাম লেখালেন যিনি ১,০০০ রান পূরণ করলেন। আর সেইসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের মাইলফলক স্পর্শ করলেন। ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার হারবার্ট শাটক্লিফ এবং লেন হাটন যথাক্রমে ১৩ এবং ১৬ ইনিংসে এই রেকর্ড কায়েম করেছিলেন।

রোহিত শর্মা
  • 5/5

এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ১৩০ রানে ভারতের পাঁচ উইকেট পড়ে গেছে। ফিরে গেছেন রোহিত শর্মাও। আপাতত ব্যাটিং করছেন ঋষভ পান্থ এবং রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের থেকে ভারত এখনও ৭৪ রানে পিছিয়ে রয়েছে।

Advertisement