পাকিস্তানের দুই ক্রিকেটার শীঘ্রই একে অপরের আত্মীয় হতে চলেছেন। বর্তমান পাকিস্তান দলের পেসার শাহিন আফ্রিদি পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদির জামাই হতে চলেছেন। দুই পরিবারের মধ্যে কথাবার্তা প্রায় পাকা হয়ে গেছে। গতকাল সকাল থেকেই পাকিস্তানের সংবাদমাধ্যমে এই একটাই খবর ঘোরাফেরা করছিল। শাহিদ আফ্রিদির সবথেকে বড় মেয়ে অক্সা এবং শাহিন শাহ আফ্রিদির বিয়ে হতে চলেছে।
(ছবিটা শাহিদ আফ্রিদির ইনস্টাগ্রাম থেকে নেওয়া হয়েছে)
Shaheen's family approached my family for my daughter. Both families are in touch, matches are made in heaven, if Allah wills this match will be made too. My prayers are with Shaheen for his continued success on and off the field.
— Shahid Afridi (@SAfridiOfficial) March 7, 2021
তবে সন্ধ্যে হতে না হতেই পাকিস্তানের এই বিখ্যাত অলরাউন্ডার খবরের সত্যতা স্বীকার করে নিলেন। শাহিদ আফ্রিদি নিজের টুইটার হ্যান্ডলে জানান, "শাহিনের পরিবার আমার মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। দুই পরিবারের মধ্যেই সম্পর্ক রয়েছে। সম্পর্ক স্বর্গে তৈরি হয়। ঈশ্বর চাইলেই এই দুজনের সম্পর্ক তৈরি হবে। শাহিনকে আমি শুভ কামনা জানাই। আশা করি, ভবিষ্যতে ও ক্রিকেট মাঠে আরও উন্নতি করবে।"
Shaheen's family approached my family for my daughter. Both families are in touch, matches are made in heaven, if Allah wills this match will be made too. My prayers are with Shaheen for his continued success on and off the field.
— Shahid Afridi (@SAfridiOfficial) March 7, 2021
শাহিন আফ্রিদির বাবা আয়াজ় খানও স্বীকার করে নিয়েছেন যে তাঁরাই এই বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। তিনি বললেন, "আমি নিজের ছেলের জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম। আর সেই প্রস্তাব শাহিদ আফ্রিদির পরিবার স্বীকার করে নিয়েছে। অতএব শাহিন এবং অক্সার বিয়ে সম্পন্ন হতে চলেছে।" শোনা যাচ্ছে, আগামী ২ বছরের মধ্যে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। কারণ অক্সা আপাতত নিজের লেখাপড়া শেষ করছেন। মজার ব্যাপার এটাই যে দুজনেরই বয়স ২০ বছরের কাছাকাছি।
গতকাল থেকেই শুভেচ্ছাবার্তায় উপচে পড়ে সোশ্যাল মিডিয়া।
Congratulations Lala & @iShaheenAfridi - my best wishes are with both of you. May this last long forever. Ameen
— Imran Khan (@ImeeK218) March 7, 2021
তবে কিছু মানুষজন খোরাকও করতে শুরু করেন।
بولڈ کرنے سے ڈر نہیں لگتا صاحب
— کشمیری راجپوت🍁 (@zafarrasheed64) March 7, 2021
رِشتہ نہ ہونے سے لگتا ہے@iShaheenAfridi 🙏❤️🤲 pic.twitter.com/sL2WFdusMN
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন শাহিন আফ্রিদি। খুব অল্প সময়ের মধ্যেই তিনি জাতীয় ক্রিকেট দলে পাকাপাকিভাবে জায়গা করে নেন। ক্রিকেটের তিনটে ফরম্যাটেই তিনি পাকিস্তান ক্রিকেট দলের হয়ে জোরে বল করেন। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপেও তিনি পাকিস্তান ক্রিকেট দলের সদস্য ছিলেন। অন্যদিকে, পাঁচ বোনের মধ্যে সবথেকে বড় হলেন অক্সা। গতবছর ফেব্রুয়ারি মাসে পঞ্চম সন্তানের বাবা হন শাহিদ আফ্রিদি।