scorecardresearch
 
Advertisement
খেলা

বোলারদের গুছিয়ে ঠ্যাঙালেন ইশান কিষান, ভাঙলেন এই বিশেষ রেকর্ড!

ইশান কিষান
  • 1/4

ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ইশান কিষান বিজয় হাজারে ট্রফির শুরুটা বেশ ধামাকাদার করলেন। ইন্দোরের হোলকর স্টেডিয়ামে আয়োজিত মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইশান ৯৪ বলে ১৭৩ রান করেন। এই ইনিংস গড়ার পথে তিনি ১১টি ওভার বাউন্ডারি এবং ১৯টি বাউন্ডারি হাঁকিয়েছেন। অধিনায়কের এহেন বিধ্বংসী ইনিংসের পর ঝাড়খণ্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৪২২ রান তোলে। এর জবাবে গোটা মধ্যপ্রদেশ দল ১৮.৪ ওভারে ৯৮ রানের মধ্যেই গুটিয়ে যায়। সেইসঙ্গে ৩২৪ রানের লজ্জাজনক পরাজয় তাঁদের স্বীকার করতে হয়।

ইশান কিষান
  • 2/4

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ঝাড়খণ্ড দল। শুরুতেই আউট হয়ে যান দলের ওপেনার উৎকর্ষ সিং। কিন্তু অপর ওপেনার ইশান আজ একটু অন্য মেজাজেই ব্যাট করতে নেমেছিলেন। প্রথম ওভার থেকে তিনি আক্রমণাত্মক ব্যাটিং করতে শুরু করেন। ৪০ বলে হাফসেঞ্চুরি পূরণ করার পর ৭৪ বলে সেঞ্চুরি এবং এবং ৮৬ বলে ১৫০ রানের গণ্ডি টপকে যান। ১৭৩ রান করতে তিনি মাত্র ৯৪ বল খেলেন। মাত্র ২০ বলে তাঁর ব্যাট থেকে শেষ ৭১ রান এসেছে।

ইশান কিষান
  • 3/4

ইশান ছাড়াও বিরাট সিং, অনুকূল রায় এবং সুমিত কুমার হাফসেঞ্চুরি করেছেন। ইশান দ্রুত গতিতেই ডাবল সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। কিন্তু, ২৮ ওভারের মাথায় গৌরব যাদব তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। এই ১৭৩ রান করার পথে ইশান কিষান বেশ কয়েকটি রেকর্ডও ভেঙেছেন। আসুন, সেগুলোর উপরে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।

Advertisement
ইশান কিষান
  • 4/4
  • লিস্ট এ ম্যাচে কোনও উইকেটকিপার অধিনায়কের এটাই সর্বোচ্চ স্কোর।
  • বিজয় হাজারে ট্রফিতে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
  • তাঁর আগে ১২৯ বলে ২১২ রান করেছিলেন সঞ্জু স্যামসন।
  • বিজয় হাজারে ট্রফিতে এক ইনিংসে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন ইশান।
  • ৯ উইকেটে ৪২২, এটাই বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের সবথেকে বেশি রান।
Advertisement