শুরু হয়ে গেছে বিজয় হাজারে ট্রফি। আগামীকাল সার্ভিসেসের বিরুদ্ধে মাঠে নামবে বাংলা ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচের আয়োজন করা হবে।
বাংলার সঙ্গে একই গ্রুপে রয়েছে সার্ভিসেস, জম্মু-কাশ্মীর, সৌরাষ্ট্র, হরিয়ানা এবং চণ্ডীগড়। প্রত্যেকটা ম্যাচই কলকাতায় খেলা হবে।
দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বললেন, "এবছর রনজি ট্রফি হচ্ছে না। সেকারণে এই টুর্নামেন্টটা আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। বিজয় হাজারে ট্রফির জন্য আমরা একেবারে প্রস্তুত। এই টুর্নামেন্ট বেশ কয়েকটা ভালো দল খেলছে। আমাদের প্রাথমিক লক্ষ্য হল পরের পর্বে যাওয়া। এর আগে আমরা সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলেছি। কয়েকটা ম্যাচ আমরা ভালো খেলতে পারিনি। সেকারণেই আমরা নকআউট পর্বে যেতে পারিনি। সেই জায়গাগুলোয় আমাদের খাটতে হবে। নিজেদের প্রস্তুত করার জন্য প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে।"
দলের ব্যাটিং ডিপার্টমেন্টে অনুষ্টুপ ছাড়াও রয়েছেন শ্রীবৎস গোস্বামী, বিবেক সিং এবং সুদীপ চট্টোপাধ্যায়। পাশাপাশি অভিমন্যু ঈশ্বরণ, কাইফ আহমেদ, ঋত্বিক রায়চৌধুরির মতো তরুণ ক্রিকেটাররা দলে যথেষ্ট ভারসাম্য নিয়ে আসতে পারবে।
বাংলা অধিনায়ক বললেন, "এই দলটায় অভিজ্ঞতা এবং তারুণ্যের যথেষ্ট ভালো ভারসাম্য রয়েছে। দলে বেশ কয়েকজন তরুণ প্রতিভা রয়েছে। ওরা যদি আমাদের দু'তিনটে ম্যাচ জেতাতে পারে, তাহলেই আমরা পরের পর্বের যোগ্যতা অর্জন করতে পারব। প্রত্যেকটা দলই যথেষ্ট ভালো। আমরাও সেকথা মাথায় রেখে অনুশীলন করছি। প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা জিততে চাই।"