ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বৃহস্পতিবার অনুশীলন সেশনের বেশ কয়েকটা ছবি তাঁর টুইটার পেজে শেয়ার করলেন। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ানে আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়। তার আগে চূড়ান্ত প্রস্তুতি সারছেন বিরাট।
কোহলি যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, নেট সেশনে ব্যাট করার পাশাপাশি তিনি চুটিয়ে ফিল্ডিংও করছেন। ফুটবল নিয়ে তিনি দলের সতীর্থদের সঙ্গে ওয়ার্ম আপ সারছেন।
ছবি পোস্ট করার পাশাপাশি টুইটারে কোহলি লিখেছেন, "নতুন সপ্তাহ, নতুন ফরম্যাট, কিন্তু, লক্ষ্যটা একই। আসুন, সেটাকে এবার পূরণ করি।" এর পাশাপাশি তিনি ইনস্টাগ্রাম রিলও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি একের পর এক শট মারছেন।
New week, new format, same mission. Let's get it. 💪🇮🇳 pic.twitter.com/Fd7wTZAgux
— Virat Kohli (@imVkohli) March 11, 2021
সম্প্রতি চার ম্যাচের টেস্ট সিরিজ়ে ইংল্যান্ডকে ১-৩ ব্যবধানে হারিয়েছে ভারত। এবার সেই জয়ের ধারা টি-২০ সিরিজ়েও অব্যাহত রাখতে চায় কোহলি ব্রিগেড। আগামী ১২ থেকে ২০ মার্চ পর্যন্ত পাঁচটা ম্যাচই আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে।
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে মাত্র ১৭২ রান করেছেন বিরাট কোহলি। ব্যাটিং গড় ২৯। তিনি টি-২০ সিরিজ়ে আরও বেশি যে রান করতে চাইবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আইসিসি-র টি-২০ ক্রমতালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ২০২০ সালে তারা দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। ১১টা ম্যাচের মধ্যে ১০টাতেই জয় এসেছিল। যে একমাত্র ম্যাচটা ভারত হেরে ছিল সেটা হল গত নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্মানরক্ষার একটা ম্যাচ। যদিও তিন ম্যাচের এই টি-২০ সিরিজ় জিতেছিল ভারত।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে ভারতীয় ক্রিকেট দল আর কোনও আন্তর্জাতিক টেস্ট সিরিজ়ে হারেনি। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ায় ঘরের মাটিতে ২-০ ব্যবধানে টি-২০ সিরিজ় তাদের হারতে হয়েছিল। তারপর থেকে ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ়, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ় জয় করেছে।