এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করে দিল ভারতের ফুটবল ফেডারেশন। ১৭ জনের এই দলে নেই সিনিয়র দলের সদেশ ঝিঙ্গন, গুরপ্রীত সিং সান্ধুরা। দলে একমাত্র সুনীল ছেত্রী। এশিয়ান গেমসে জুনিয়র দলই পাঠানো হচ্ছে।
জায়গা পেয়েছেন সুমিত
এশিয়ান গেমসে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল পাঠানো হয়। যদিও সেই দলে থাকতে পারেন তিনজন সিনিয়র দলের ফুটবলারও। তবে আইএসএল শুরু হয়ে যাওয়ায় ফুটবলার ছাড়তে রাজি নয় ক্লাবগুলো। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই ক্লাবগুলির সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব চলছে। এশিয়া কাপ ফিফা অনুমোদিত টুর্নামেন্ট নয়। ফিফার উইন্ডোর আওতায়ও পড়ে না। তাই ক্লাবগুলো ফুটবলার ছাড়তেও বাধ্য নয়। ফুটবলার না ছাড়ার কথা জানিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল। গুরপ্রীতকে ছাড়তে রাজি ছিল না বেঙ্গালুরু এফসিও। কিন্তু শেষমেষ সেই সমস্যা মিটে গেল। মোহনবাগান থেকে একমাত্র সুমিত রাঠি এশিয়ান গেমসের দলে জায়গা পেয়েছেন।
কোচিং করাবেন কে?
ইস্টবেঙ্গলের কোনও ফুটবলার দলে নেই। কোচ হিসেবে দলের সঙ্গে কে যাবেন সেটা এখনও জানানো হয়নি। তবে সম্ভবত ইগর স্টিমাচই যাবেন। আগে জানা গিয়েছিল, কিংস কাপ নিয়ে ব্যস্ত থাকতে হলে ক্লিফোর্ড মিরান্ডা দলের কোচিং করাবেন। তবে কিংস কাপের সেমিফাইনালে ইরানের বিরুদ্ধে টাইব্রেকারে হারের পর, তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচেও লেবাননের কাছে ৭৭ মিনিটে গোল খেয়ে ম্যাচ হারে ভারত। তাই মনে করা হচ্ছে, স্টিম্যাচই ভারতীয় দলের কোচিং করাবেন। কিংস কাপে ভারতীয় দলে যদিও ছিলেন না সুনীল। ছেলের জন্মের জন্য দেশে ফিরে এসেছিলেন তারকা ফুটবলার।
সুনীল ছেত্রীদের ম্যাচ
১৯ সেপ্টেম্বর চিনের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল। ভারতের পরের ম্যাচ ২১ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে। ২৪ সেপ্টেম্বর মায়ানমারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সুনীল ছেত্রীদের।
ভারতীয় ফুটবল দল:
গুরমীত সিং, ধীরাজ সিং মোইরাংথেম, সুমিত রাঠি, নরেন্দ্র গাহলট, অমরজিৎ সিং, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবিথ আঞ্জুকান্দন, আয়ুশ দেব ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আজফার নুরানী, রহিম আলি, ভিন্সি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরত সিং, অনিকেত যাদব।