scorecardresearch
 

Ajinkya Rahane: অস্ট্রেলিয়ায় আমার সিদ্ধান্তের কৃতিত্ব অন্য কেউ নিয়েছে: রাহানে

অস্ট্রেলিয়া সফরে অনেক গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে তাঁর কৃতিত্ব নিয়েছেন অন্য কেউ। এমনটাই জানালেন রাহানে। তিনি বলেন, ''আমি জানি আমি অস্ট্রেলিয়া সিরিজে কী করেছিলাম। তবে কৃতিত্ব নিতে আমি পছন্দ করি না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সিরিজে বেশ কিছু সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। তবে তার কৃতিত্ব নিয়ে গিয়েছে অন্য কেউ। আমার কাছে সিরিজ জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। ব্যক্তিগত কৃতিত্ব নেওয়া নয়।''

Advertisement
অজিঙ্কা রাহানে অজিঙ্কা রাহানে
হাইলাইটস
  • বিস্ফোরক রাহানে
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের কৃতিত্ব তাঁর

ভারতের টেস্ট দলের অন্যতম সেরা ক্রিকেটারের নাম অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। যদিও বেশ কিছুদিন ধরেই নিজের ছন্দে নেই তিনি। সেই কারণে সমালচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও খুব একটা ভাল খেলতে পারেননি রাহানে। এবার সমালোচনার মাঝে বিস্ফোরক ভারতের প্রাক্তন সহ অধিনায়ক। তার সাম্প্রতিক ফরমেট কথা মাথায় রেখে অনেকেই তাঁকে টেস্ট দল থেকে ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছেন। এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভারতের অস্ট্রেলিয়া সফরের কথা মনে করিয়ে ভারতের মিডল অর্ডার ব্যাটার বলেন, ''অনেকেই বলছেন আমার কেরিয়ার নাকি শেষ হয়ে গিয়েছে। এ সমস্ত কথা শুনে আমি শুধু হাসি। যারা খেলাটা জানেন তাঁরা এমনটা বলে না। সকলেই জানে অস্ট্রেলিয়ায় ঠিক কী ঘটেছিল। শুধু অস্ট্রেলিয়া কেন তার আগেও আমি টেস্ট ক্রিকেটে ভাল কিছু ইনিংস খেলেছি।'' 

অস্ট্রেলিয়া সফরে অনেক গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে তাঁর কৃতিত্ব নিয়েছেন অন্য কেউ। এমনটাই জানালেন রাহানে। তিনি বলেন, ''আমি জানি আমি অস্ট্রেলিয়া সিরিজে কী করেছিলাম। তবে কৃতিত্ব নিতে আমি পছন্দ করি না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সিরিজে বেশ কিছু সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। তবে তার কৃতিত্ব নিয়ে গিয়েছে অন্য কেউ। আমার কাছে সিরিজ জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। ব্যক্তিগত কৃতিত্ব নেওয়া নয়।''

রাহানে কি কোন ভাবে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রির (Ravi Shastri) দিকে অভিযোগের আঙুল তুলছেন? নাম না নিলেও রাহানের অভিযোগ শুনে অনেকেই মনে করছেন ভারতের প্রাক্তন সহ-অধিনায়কের অভিজগের তীর প্রাক্তন কোচের দিকেই।

আরও পড়ুন: তৃতীয় ODI-তে দলে আসতে পারেন ঋতুরাজ গায়কোয়াড ও আভেশ খান, দেখুন ভারতের সম্ভাব্য একাদশ

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই সিরিজ জয় ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। চার ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে 8 উইকেটে লজ্জার হারের সম্মুখীন হয়েছিল ভারত। এরপর ব্যক্তিগত কারণে দেশে ফেরেন বিরাট। তখন অধিনায়ক হন রাহানে। দ্বিতীয় টেস্ট থেকেই ঘুরে দাঁড়ায় ভারত। 8 উইকেটে মেলবোর্নে টেস্ট জেতে তারা। সিডনিতে তৃতীয় টেস্ট ড্র হলেও গাব্বায় ঋষভ পান্তের (Rishabh Pant) অসাধারণ ইনিংসের উপর ভর করে ৩ উইকেটে সিরিজের শেষ ম্যাচ জিতে নেয় ভারত। ২-১ ব্যব্দশানে সিরিজও জিতে নেয় তারা। 

Advertisement

 

Advertisement