আনোয়ার আলি (Anwar Ali) ইস্যুতে বিরাট জয় পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) এমনটাই মনে করছেন ক্লাবের কর্তা থেকে সমর্থকরা। আর তাই সেলিব্রেশনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকঘণ্টা পরেই কলকাতায় চলে আসছেব ভারতীয় দলের তারকা ডিফেন্ডার। কলকাতায় আসার পরে সোমবার ইস্টবেঙ্গলের কলকাতা লিগের (CFL) ম্যাচ রয়েছে। সেই ম্যাচের সময়ই আনোয়ারকে দর্শকদের সামনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কর্তাদের। এমনটাই সূত্রের খবর।
আনোয়ারকে নিয়ে কী কী পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের?
রাত ১০টা ১০ নাগাদ পঞ্জাব এফসি কর্ণধার রঞ্জিত বাজাজের (Ranjit Bajaj) সঙ্গে কলকাতায় আসবেন আনোয়ার। বিমানবন্দরেই প্রচুর লাল-হলুদ সমর্থক তাদের আমন্ত্রণ জানাবেন। আর তারপর হোটেলে ফিরে যাবেন তাঁরা। সোমবার সকাল ১০টা নাগাদ আনোয়ারের মেডিক্যাল হবে যুবভারতী স্টেডিয়াম সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। মেডিক্যাল রিপোর্ট ঠিকঠাক থাকলে সোমবারই হবে সই। তারপর ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর (East Bengal vs Bhawanipore FC) ম্যাচের প্রথমার্ধে আনোয়ারকে লাল হলুদ জার্সি দিয়ে স্বাগত জানান হবে ইস্টবেঙ্গল ক্লাবে। তার আগে ক্লাবের লাইব্রেরি, জিম, ড্রেসিংরুম ঘুরে দেখবেন আনোয়ার।
উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল সমর্থকরা
জিকসন সিংকে (Jeakson Singh) নিয়ে যে উন্মাদনা লাল-হলুদ সমর্থকদের মধ্যে দেখা গিয়েছিল, তার চেয়েও বেশি উন্মাদনা রবিবার ও সোমবার দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ লড়াইয়ের পর মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) ঘর থেকে ফুটবলার তুলে নিচ্ছে ইস্টবেঙ্গল। এমন দৃশ্যে বহু বছর দেখা যায়নি কলকাতা ফুটবলে। ফলে এ নিয়ে দারুণ খুশি লাল-হলুদ সমর্থকরা। এএফসি কাপের টিকিট ক্লাব তাঁবুতে নিতে এসেও দেখা গেল সেই দৃশ্য। বারেবারে উঠজয় ইস্টবেঙ্গল স্লোগান। আর তাতে মুখরিত হল গোটা ময়দান।
শাস্তির ব্যাপারে তোয়াক্কা করছে না ইস্টবেঙ্গল
এরপরেও শাস্তির মুখে পড়তে হতে পারে ইস্টবেঙ্গল ও আনোয়ারকে। তবে সে সমস্ত বিষয়কে একেবারেই গুরুত্ব দিতে চাইছে না লাল-হলুদ শিবির। আপাতত কীভাবে আনোয়ারকে কীভাবে দ্রুত মাঠে নামিয়ে দেওয়া যায় সেদিকেই ফোকাস ইস্টবেঙ্গলের। সব ঠিক থাকলে ডার্বি ম্যাচ বা তার আগেও লাল-হলুদ জার্সিতে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে।