ফর্মে না থাকা ভারতের প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের দারুণ বন্ধুত্বের কথা কারও অজানা নয়। তবে একের পর এক ক্ষেত্রে বিরাটকে ছাপিয়ে যাচ্ছেন বাবর। আইসিসি ক্রমতালিকায় হোক বা কোনও রেকর্ডের ক্ষেত্রে। বাবর ক্রমাগত কোহলির খারাপ ফর্মের সুযোগ নিচ্ছেন এবং তাঁর রেকর্ড ভাঙছেন। এবারও তেমনই কিছু ঘটেছে। বাবর কোহলির একটি বড় রেকর্ড ভেঙেছেন এবং তিনি এশিয়ার প্রথম ক্রিকেটার যিনি দ্রুততম ১০,০০০ আন্তর্জাতিক রান করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্টে এই কীর্তি গড়েন বাবর।
৪ ইনিংসের কম খেলেছেন বাবর
বাবর এশিয়ার প্রথম ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাট (টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি) মিলিয়ে সর্বনিম্ন ২২৮ ইনিংসে ১০,০০০ রান করেছেন। এ ক্ষেত্রে তিনি কোহলির রেকর্ড ভেঙে দেন। ২৩২ ইনিংসে এই কীর্তি গড়েন কোহলি। এর পাশাপাশি পেছনে পড়ে গিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার, সৌরভ গঙ্গোপাধ্যায় ও জাভেদ মিয়াঁদাদও।
আরও পড়ুন: '৭০টা সেঞ্চুরি এমনি এমনি হয় নাকি?' বিরাট সমালোচকদের তোপ শোয়েবের
বাবর আজম: ২২৮ ইনিংস
বিরাট কোহলি: ২৩২ ইনিংস
সুনীল গাভাস্কার: ২৪৩ ইনিংস
জাভেদ মিয়াঁদাদ: ২৪৮ ইনিংস
সৌরভ গঙ্গোপাধ্যায়: ২৫৩ ইনিংস
আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে এবার ক্রিকেটও, মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?
সার্বিক তালিকায় বাবরের অবস্থান পঞ্চম
সামগ্রিক বিশ্ব তালিকায় বাবর পঞ্চম দ্রুততম ক্রিকেটার যিনি ১০,০০০ রান করেছেন। এক্ষেত্রে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা খেলোয়াড় কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস। নিজের সময় মাত্র ২০৬টি আন্তর্জাতিক ইনিংসে ১০,০০০ রান করেছিলেন তিনি। তার পরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা (২১৭), ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা (২২০)।
আরও পড়ুন: লন্ডনের রাস্তায় বিপাকে ধোনি, পালিয়ে বাঁচলেন মাহি VIDEO
দ্রুততম ১০,০০০ রান করা বিশ্বের প্রথম পাঁচ ক্রিকেটার
ভিভিয়ান রিচার্ডস: ২০৬ ইনিংস
হাশিম আমলা: ২১৭ ইনিংস
ব্রায়ান লারা: ২২০ ইনিংস
জো রুট: ২২২ ইনিংস
বাবর আজম: ২২৮ ইনিংস