ফের একটি চমক দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। খেলা ছাড়ার পরও বিভিন্ন ভাবে বাংলার মহারাজ চমক দিয়েছেন। প্রথমে সিএবি-র সভাপতি, তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসেছিলেন সৌরভ। এবার আইসিসি-তেও মহারাজের দাদাগিরি। (ICC Men's Cricket Committee Chairman) আইসিসির মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে এবার বেছে নেওয়া হল (BCCI President) বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
এতদিন এই দায়িত্ব সামলাচ্ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে। তিনবার আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন কুম্বলে। শেষ ২০১৯ সালে তিন বছরের টার্মে ছিলেন কুম্বলে। তবে তিন বছরের চুক্তি শেষ। ফলে আর কোনও ভাবেই আইসিসির এই পদে থাকতে পারবেন না ভারতের প্রাক্তন স্পিনার। ফলে সেই জায়গায় এবার বেছে নেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
আইসিসি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ জায়গা। ফলে সেই জায়গায় পৌঁছতে অনেক ক্রিকেটের দক্ষ প্রশাসকরাই চান। তবে সৌরভকে নিয়ে অনেকেই আশা করেছিলেন এই পদের জন্য। অবশেষে তিনি এবার চমক দিলেন আইসিসিতে পা রেখে। আইসিসির চেয়ারম্যান পদে মাঝে সৌরভকে প্রত্যাশা করা হলেও তিনি এবার আইসিসির মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন।
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই বিষয় নিয়ে সৌরভের প্রশংসা করে বলেছেন, "সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ক্রিকেটার হিসাবে ও ক্রিকেটের প্রশাসক হিসাবে সৌরভের অনেক বেশি গুণ রয়েছে। একই সঙ্গে অভিজ্ঞতা অনেক বেশি। আমাদের ক্রিকেটকে অন্য পর্যায়ে পৌঁছানোর জন্য সাহায্য করতে পারবেন সৌরভ। আমি অনিল কুম্বলেকেও অনেক ধন্যবাদ দিতে চাই। এত বছর ধরে দারুণ কাজ করার জন্য।"