scorecardresearch
 

Exclusive: 'ভারতের একাদশই টার্গেট', ইংল্যান্ড সফরের আগে 'বিরাট' আত্মবিশ্বাসী অভিমন্যু

করোনা আবহের মধ্যেই এবার ইংল্যান্ডের মাটিতে খেলতে উড়ে যাবেন অভিমন্যু সহ গোটা ভারতীয় দল। সেখানে প্রথমে টেস্ট চ্যাম্পিয়নশিপ তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। আর তার আগেই আজতক বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিলেন ভারতীয় ক্রিকেট দলের স্ট্যান্ড বাই ক্রিকেটার ও বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ।

Advertisement
ইংল্যান্ড সফরে বিরাট কোহলির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে মুখিয়ে আছেন বাংলার অভিমন্যু। ইংল্যান্ড সফরে বিরাট কোহলির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে মুখিয়ে আছেন বাংলার অভিমন্যু।
হাইলাইটস
  • ভারতের একাদশই টার্গেট বাংলার অভিমন্যু ঈশ্বরণের
  • ইংল্যান্ড সফরের আগে আত্মবিশ্বাসী ভারতীয় স্ট্যান্ডবাই ক্রিকেটার
  • বিরাট, রোহিতদের ওপর ভরসা দেখালেন ঈশ্বরণ

আগামী কিছুদিনের মধ্যেই ইংল্যান্ড সফরে উড়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। পারি দেবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। প্রাথমিক ২০ জনের দলের সঙ্গে এই সফরের জন্য আরও ৪ জন অতিরিক্ত ক্রিকেটারকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। সেখানেই সুযোগ হয়ে গিয়েছে বাংলা দলের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণের। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করতে অতীতে দেখা গিয়েছে অভিমন্যুকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতীয় দলের সঙ্গে ড্রেসিং রুম ব্যবহার করবেন বাংলার ক্রিকেটার অভিমন্যু। এই প্রথম নয়, এর আগে ভারতীয় দলের সঙ্গে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে বিদেশের মাটিতে পারি দিয়েছিলেন অভি। তবে একাদশে এখনও পর্যন্ত জায়গা হয়নি তাঁর। আর এখন প্রাথমিক লক্ষ্য এটাই। এমনটাই একান্ত সাক্ষাৎকারে আজতক বাংলাকে জানালেন ভারতীয় দল ও বাংলার ক্রিকেটার অভিমন্যু। ঈশ্বরণ বলছিলেন, ' ভারতীয় দলের সঙ্গে বিদেশ সফর করাটাই একটা আলাদ অনুভূতি। তবে এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলা হয়নি ভারতের হয়ে। সেই জায়গাটাই এবার তৈরি করতে চাইছি।'

অভিমন্যু বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা নিয়ে আরও বলছিলেন, 'ভারতীয় দলের জার্সি গায়ে দেওয়ার ইচ্ছা প্রতিটি ক্রিকেটারেরই থাকে। আমারও সুযোগ হয়েছে। বিরাট ভাই, রোহিত ভাইয়ের সঙ্গে আগেও ড্রেসিং রুম শেয়ার করেছি। ব্যাটিং টিপস নিয়েছি। সেটা আমার খেলায় কাজে দিয়েছে। ওদের দেওয়া টিপস কাজে লাগে। ভারতীয় দলের শিবিরে থাকাটাই একটা পাওনা। অনেক কিছুই শেখা যায়।'

ইংল্যান্ড সফরের জন্য দলে স্ট্যান্ড বাই হিসাবে জায়গা করে নিলেও, অভিমন্যু নিজেকে একাদশের মধ্যেই মনে করেন। একই সঙ্গে নিজেকে আরও বেশি প্রমাণ করতে হবে এমনটাও মনে করেন বাংলার ডান-হাতি এই ব্যাটসম্যান। জো রুট, বেন স্টোকসদের বিরুদ্ধে তিনিও ভবিষ্যতে খেলতে চান ভারতীয় দলের জার্সি গায়ে, এমনটাই ইচ্ছা তাঁর। শুধু নিজেকে প্রমাণ করার একটি জায়গা খুঁজছেন ঈশ্বরণ। তিনি আরও বলছিলেন, 'একটা সুযোগের অপেক্ষায় আছি। নেটেও সেই সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চাই। ভারতীয় দলের সঙ্গে থাকাটা ভাষায় প্রকাশ করা যায় না। একসঙ্গে ঐক্যবদ্ধ হিসাবে দলের সঙ্গে থাকা, কোচিং স্টাফদের পরামর্শ, সব সেরাটাই পাওয়া যায়।'

Advertisement

 

ভারতীয় দলের অনুশীলনে অভিমন্যু। ফাইল ছবি।
ভারতীয় দলের অনুশীলনে অভিমন্যু। ফাইল ছবি।

করোনা আবহের মধ্যেই এবার ইংল্যান্ডের মাটিতে খেলতে উড়ে যাবেন অভিমন্যু সহ গোটা ভারতীয় দল। সেখানে প্রথমে টেস্ট চ্যাম্পিয়নশিপ তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। কোভিড আবহে মুম্বইয়ে কোয়ারান্টাইনে থাকতে হবে দলকে। তারপর কোয়ারান্টাইন ইংল্যান্ডে। মোট ১৮ দিনের কোয়ারান্টাইন। এই বিষয় নিয়ে ভারতীয় দলের স্ট্যান্ড বাই ক্রিকেটার বাংলার অভিমন্যু বলছিলেন, 'কোয়ারান্টাইনটা এখন সয়ে গিয়েছে। আমার তো কোনও সমস্যা আর হয় না। বাকিদেরও হবে না। তবে বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। তাই খেলাতে ফোকাস রাখাটা দরকার। অন্যকিছু নিয়ে ভাবতে চাই না।'

১০ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে খেলার পর ফের ফিরে আসবে ভারতীয় দল। আর তারপর ভারতের মাটিতে হতে পারে বিসিসিআই-র ঘরোয়া ক্রিকেটও। ভারতীয় শিবিরে থাকা প্রতিটি জিনিসই বাংলার হয়ে কাজে লাগাতে চান অভিমন্যু। তিনি শেষে বললেন, 'বাংলার হয়ে খেলি। তাই বাংলার জন্য অনেক কিছু কাজে লাগাতে চাই। ভারতীয় দলে সিনিয়রদের থেকে অনেক কিছু শেখা যায়। তাই সেই সব কিছুই নিজের কাজে লাগবে ও ঘরোয়া ক্রিকেটেও কাজে লাগবে।'

ভারতের হয়ে শেষ টেস্ট সিরিজেও স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে ছিলেন অভিমন্যু। শুধু তিনি নয় বাংলা দল থেকে ঈশাণ পোড়েলও অস্ট্রেলিয়া সফরে অতিরিক্ত ক্রিকেটার হিসাবে গিয়েছিলেন ভারতের হয়ে। তবে এবার শুধু স্ট্যান্ড বাই বা অতিরিক্ত নয়, বাংলা থেকে ভারতীয় দলের একাদশে খেলাই লক্ষ্য অভিমন্যুর।

Advertisement