scorecardresearch
 

Manoj Tiwary Gautam Gambhir: 'মাঠের বাইরে বেরোলেই মারব', বাংলার মনোজকেও থ্রেট দিয়েছিলেন গম্ভীর

বেশ কয়েকবছর আগেকার ঘটনা। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলা (Bengal) বনাম দিল্লি (Delhi) ম্যাচে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বাংলার ক্রিকেটার (Ex-Cricketer) এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বী অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বাংলার ক্রিকেটার। 

Advertisement
গৌতম গম্ভীর ও মনোজ তিওয়ারি গৌতম গম্ভীর ও মনোজ তিওয়ারি
হাইলাইটস
  • মনোজের সঙ্গেও ঝামেলা হয়েছিল গম্ভীরের
  • কী ঘটেছিল?

বেশ কয়েকবছর আগেকার ঘটনা। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলা (Bengal) বনাম দিল্লি (Delhi) ম্যাচে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বাংলার ক্রিকেটার (Ex-Cricketer) এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বী অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বাংলার ক্রিকেটার। 

কী ঘটেছিল?
এমন পর্যায়ে পৌঁছায় যে, রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ার উপক্রম হয়। শেষপর্যন্ত পরিস্থিতি সামলাতে, আসরে নামতে হয় আম্পায়ার কে শ্রীনাথকে (Krishnaraj Srinath)। এমনকি, সেই ম্যাচে গম্ভীর আম্পায়ারকে ধাক্কাও দেন। মনন শর্মার (Manan Sharma) বলে, পার্থসারথি ভট্টাচার্য (Parthasarathi Bhattacharjee) আউট হওয়ার পরেই ৪ নম্বরে টুপি পরে ব্যাট করতে আসেন মনোজ তিওয়ারি। শুরুতেই স্ট্রাইকিং এন্ডে ব্যাটিং করার সুযোগ পান। কিন্তু তিনি বোলারকে থামান এবং ড্রেসিংরুম থেকে হেলমেট আনার জন্য সংকেত দেন। কারণ, সেইসময় বল করার জন্য অপেক্ষায় ছিলেন এক পেসার। দিল্লির খেলোয়াড়রা মনে করেছিল, এটি একটি ইচ্ছাকৃত সময় নষ্ট করার কৌশল। 

আরও পড়ুন: গম্ভীরের সঙ্গে ঝগড়া করে ১ কোটি জরিমানা, টাকা দিচ্ছেন না বিরাট

এরই মাঝে হঠাৎ, গম্ভীর প্রথম স্লিপ থেকে ছুটে আসেন। সেইসঙ্গে, বাংলার অধিনায়ককে গালাগালি করতে শুরু করেন। গম্ভীর বলেন, ‘সন্ধ্যায় আমার সঙ্গে দেখা কর, মার খাবি।' পাল্টা মনোজ জবাব দেন, ‘সন্ধ্যা পর্যন্ত কেন অপেক্ষা করব, চলো এখনই বাইরে যাই'। আম্পায়ার শ্রীনাথ তখন বোলার এন্ড থেকে ছুটে আসেন। সেই মুহূর্তেই, গম্ভীর তাঁর হাত উঁচিয়ে মনোজের দিকে ঠেলে দেন। মাঝপথে আম্পায়ার শ্রীনাথ আসলেও, তাঁকে ধাক্কা দেন গম্ভীর। 

আরও পড়ুন: 'তুই আমার পরিবার তুলে গালি দিলি?' গম্ভীরকে বিরাট কী বলেন? প্রত্যক্ষদর্শী জানালেন
'এখন আর পুরনো কথা বলতে চাই না', বললেন মনোজ

মনোজ তিওয়ারিকে চিৎকার করে বলতে দেখা যায়, ‘আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি এখানে কেন এলে?’ এরপর অবশ্য মনোজ ও গম্ভীর দুজনকেই ডেকে পাঠান ম্যাচ রেফারি ভালমিক বুচ (Valmik Buch)। শাস্তিও পেতে হয় দুই ক্রিকেটারকেই। বিরাট কোহলির সঙ্গে আইপিএল-এর ম্যাচের পর ঝামেলায় জড়ান গম্ভীর। যদিও এখন আর পুরনো কথা মনে রাখতে নারাজ মনোজ। তিনি জানান, 'আমি এই ব্যাপারে আর কিছু নতুন করে বলতে চাই না। যখন ঘটনাটা ঘটেছিল, সেই সময়ই যা বলার বলেছিলাম। নতুন করে কিছু বলতে চাই না।' 

Advertisement

Advertisement