scorecardresearch
 

CAB: খুদে ক্রিকেটারদের ইংরেজি শেখাতে উদ্যোগ নিল CAB

বিভিন্ন লিগে বিভিন্ন বিদেশি কোচেরা প্রশিক্ষণ দিতে আসছেন। বাংলার ক্রিকেটারদের জন্য ভাষা সমস্যা যাতে বাধা না হয়ে দাঁড়ায় তাই এমন উদ্যোগ নিল সিএবি। শুধু বিদেশি কোচরা নন, ভারতের বিভিন্ন প্রান্তের লিগে বিশেষত আইপিএল-এর মত বড় মঞ্চে প্রচুর বিদেশি ক্রিকেটার ও বিভিন্ন দলে অনেক বিদেশি সাপোর্ট স্টাফ থাকেন। তাদের সঙ্গেও নিয়মিত কথাবার্তা বলতে হয় ক্রিকেটারদের। ইংরেজি না জানলে সংশ্লিষ্ট দলের স্ট্র্যাটেজি ও কোচের কথা বুঝতে সমস্যা হতে পারে তরুণ ক্রিকেটারদের আর সেই কারণেই এমন সিদ্ধান্ত সিএবি-র।

Advertisement
সিএবি-র সঙ্গে চুক্তি ব্রিটিশ কাউন্সিলের ছবি-সিএবি সিএবি-র সঙ্গে চুক্তি ব্রিটিশ কাউন্সিলের ছবি-সিএবি
হাইলাইটস
  • খুদে ক্রিকেটারদের জন্য নয়া উদ্যোগ
  • ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যুক্ত হল সিএবি

উঠতি ক্রিকেটারদের ইংরেজি শেখাতে চাইছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। শিষ্টাচার ও স্পোকেন ইংলিশ শেখাতে এই পদক্ষেপ নিল বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। ডক্টর বি.সি. রায় ক্লাব হাউসে, কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো-এর উপস্থিতিতে অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গাঙ্গোপাধ্যায়রা এই উদ্যোগের কথা ঘোষণা করেন। 

বিভিন্ন লিগে বিভিন্ন বিদেশি কোচেরা প্রশিক্ষণ দিতে আসছেন। বাংলার ক্রিকেটারদের জন্য ভাষা সমস্যা যাতে বাধা না হয়ে দাঁড়ায় তাই এমন উদ্যোগ নিল সিএবি। শুধু বিদেশি কোচরা নন, ভারতের বিভিন্ন প্রান্তের লিগে বিশেষত আইপিএল-এর মত বড় মঞ্চে প্রচুর বিদেশি ক্রিকেটার ও বিভিন্ন দলে অনেক বিদেশি সাপোর্ট স্টাফ থাকেন। তাদের সঙ্গেও নিয়মিত কথাবার্তা বলতে হয় ক্রিকেটারদের। ইংরেজি না জানলে সংশ্লিষ্ট দলের স্ট্র্যাটেজি ও কোচের কথা বুঝতে সমস্যা হতে পারে তরুণ ক্রিকেটারদের আর সেই কারণেই এমন সিদ্ধান্ত সিএবি-র।

ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো বলেন, ''এটা দারুণ উদ্যোগ। এর ফলে বাংলার ছোট ছোট ক্রিকেটাররা উপকৃত হবে। এতে তাদের জীবন বদলে যেতে পারে।'' সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, ''আমরা ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতার অপেক্ষায় রয়েছি। কারণ আমরা মাঠে এবং বাইরে তরুণ খেলোয়াড়দের শক্তিশালী করতে চাই। আইপিএল এবং অন্যান্য লিগের কথা বিবেচনা করে, আমরা আমাদের খেলোয়াড়দের আরও ভাল কমিউনিকেশন স্কিল গড়ে তুলতে চাই। যা তাদের আরও আত্মবিশ্বাসী করবে। ইংরেজি ভাষায় তাদের দক্ষতার মাধ্যমে তারা শুধু নিজেদেরকে আরও ভালভাবে প্রকাশ করতে সক্ষম হবে তাই না বরং তাদের সামনে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক সুযোগ তৈরি হবে।'

আরও পড়ুন: ক্যাপ্টেন নন, তবু পঞ্চম টেস্টে বিরাটের পরামর্শেই অধিনায়কত্ব করতে চান বুমরা

এবারের আইপিএল-এ বেশ কয়েকজন বাংলার ক্রিকেটার নজর কেড়েছিলেন। শাহবাজ, মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহারা ভাল খেলেছিলেন। আরও বেশি করে বাংলার ক্রিকেটারদের তাই তুলে আনতে এমন উদ্যোগ নিল বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। 

  

Advertisement