scorecardresearch
 

Copa America Euro Updates: ড্র করে পরের রাউন্ডে ব্রাজিল, বড় ব্যবধানে জয় নেদারল্যান্ডসের; দেখুন ইউরো ও কোপার আপডেট

ড্র করে পরের রাউন্ডে গেল ব্রাজিল। এদিন কলম্বিয়ার বিরুদ্ধে শুরুতে এগিয়ে গেলেও ড্র করে ব্রাজিল। কোপা সামেরিকার অপর ম্যাচে কোস্টারিকা জিতেছে প্যারাগুয়ের বিপক্ষে। ফলে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। অন্যদিকে প্রত্যাশা মতোই ইউরো কাপের শেষ ষোলর ম্যাচে রোমানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। পাশাপাশি অস্ট্রিয়াকে হারিয়ে শেষ আটে চলে গেল তুরস্ক। 

Advertisement
ব্রাজিল কলম্বিয়া ম্যাচ ব্রাজিল কলম্বিয়া ম্যাচ

ড্র করে পরের রাউন্ডে গেল ব্রাজিল। এদিন কলম্বিয়ার বিরুদ্ধে শুরুতে এগিয়ে গেলেও ড্র করে ব্রাজিল। কোপা সামেরিকার অপর ম্যাচে কোস্টারিকা জিতেছে প্যারাগুয়ের বিপক্ষে। ফলে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। অন্যদিকে প্রত্যাশা মতোই ইউরো কাপের শেষ ষোলর ম্যাচে রোমানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নেদারল্যান্ডস। পাশাপাশি অস্ট্রিয়াকে হারিয়ে শেষ আটে চলে গেল তুরস্ক। 

আটকে গেল ব্রাজিল
কলম্বিয়ার বিপক্ষে দারুণ শুরু করেন ভিনিসিয়াস-রাফিনহারা। তবে প্রথমে ব্রাজিলের জালে বল জড়িয়েছিল কলম্বিয়াই। তবে তা অফ সাইডের জন্য বাতিল হয়। ম্যাচের নবম মিনিটে পাওয়া জেমস রদ্রিগেজের ফ্রি কিক দুর্দান্তভাবে সেভ করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। ব্রাজিলের হয়ে গোল করেন রাফিনহা। ১২ মিনিটে দারুণ ফ্রি কিক থেকে দলকে এগিয়ে দেন তিনি। পেনাল্টি বক্সের বেশ কিছুটা বাইরে থেকে শট নিলেও, গোলে ঢোকে রাফিনহার শট। তবে প্রথমার্ধে অতিরিক্ত সময়েই গোল করে সমতায় ফেরে কলম্বিয়া। থ্রো থেকে গোল আদায় করে নেয় কলম্বিয়া। প্রথমে থ্রো থেকে বল পান জন কর্ডোবা। তিনি ডি-বক্সে একা থাকা ড্যানিয়েল মুনোজকে পাস দেন। সেই পাস পেয়ে কলম্বিয়াকে সমতায় ফেরাতে ভুল করেননি এই ফুলব্যাক। সমতায় প্রথমার্ধ শেষ হলেও শেষ আটে যাওয়ায় এগিয়ে আছে ব্রাজিল। গ্রুপের অপর ম্যাচে কোস্টারিকা ২-১ গোলে জিতেছে প্যারাগুয়ের বিপক্ষে। 

নেদারল্যান্ডের জয়
রোমানিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতল ডাচরা। ১৬ বছর পর ইউরো কোয়ার্টার ফাইনালে উঠে গেল নেদারল্যান্ডস। ২০ মিনিটে কডি গ্যাকপো গোল করে দলকে এগিয়ে দেন। এদিন তিনি হ্যাটট্রিকও করতে পারতেন। বাঁ দিকে বল পেয়ে কাট করে পেনাল্টি বক্সে ঢুকে দু'জন ডিফেন্ডারের মধ্যে দিয়ে নিখুঁত ফিনিশিং গ্যাকপোর। গোলকিপার নিতার হাতে বল লেগে গোলে ঢুকে যায়। ম্যাচের শেষ দশ মিনিট পার্থক্য গড়ে দেন পরিবর্ত ফুটবলার মালেন। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। অতিরিক্ত সময়ে (৯০+৩) আবার গোল করলে রোমানিয়ার সঙ্গে ব্যবধান বড় হয়।

Advertisement
ইউরো কোয়ার্টার ফাইনাল
ইউরো কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে তুরস্ক
খেলা শুরুর ৫৭ সেকেন্ডে এগিয়ে যায় তুরস্ক। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় তারা। দু’টি গোলই করেন দলের ডিফেন্ডার মেরি ডেমিরাল। ১ গোল শোধ করলেও তা যথেষ্ট ছিল না। নিরীহ কর্নার বার করতে গিয়ে গোলমাল করে ফেলেন অস্ট্রিয়ার ডিফেন্ডারেরা। বাউমগার্টনার ও পশের ভুল বোঝাবুঝির ফায়দা তোলে তুরস্ক। গোলরক্ষক পেন্টজ কোনও রকমে বল বার করলেও ফিরতি বলে গোল করে তুরস্ককে এগিয়ে দেন মেরি ডেমিরাল। ৫৯ মিনিটের মাথায় কর্নার পায় তারা। সেই কর্নার থেকে হেডে আবার গোল করেন ডেমিরাল। দুই ডিফেন্ডারের মাঝখান থেকে লাফিয়ে গোল করেন তিনি। ৬৬ মিনিটের মাথায় এক গোল শোধ করেন মাইকেল গ্রেগরিচ। কর্নার থেকে সতীর্থের করা হেড কাজে লাগিয়ে গোল করেন তিনি। 

Advertisement