scorecardresearch
 

David Warner: 'ওয়ার্নার ফ্লাওয়ার নন, ফায়ার,' SRH-কে হারিয়ে পুষ্পা-ডায়লগ VIDEO শেয়ার DC-র

ম্যাচের পর দিল্লি ফ্র্যাঞ্চাইজি এতটাই খুশি যে তারা ওয়ার্নারকে পুষ্পার সঙ্গে তুলুনা করেছেন। দক্ষিণ ভারতীয় ছবি 'পুষ্পার'-এর একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে তারা। এতে ওয়ার্নারের ছবি দেখা যাচ্ছে এবং পেছন থেকে নায়ক আল্লু অর্জুনের একটি সংলাপ শোনা যাচ্ছে- 'পুষ্পার নাম শুনকে ফ্লাওয়ার সামঝে কেয়া, ফায়ার হু ম্যায়? ঝুকেগা নেহি।'

Advertisement
ডেভিড ওয়ার্নার, ছবি- ইনস্টাগ্রাম ডেভিড ওয়ার্নার, ছবি- ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • 'পুস্পা' ছবির ডায়লগ ওয়ার্নারের মুখে
  • দারুণ ছন্দে ওয়ার্নার

আইপিএল ২০২২-এ দারুণ ছন্দে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের (DC) হয়ে খেলার সময় সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। ওয়ার্নার ৫৮ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ২১ রানের জয় এনে দেন। 

ম্যাচের পর দিল্লি ফ্র্যাঞ্চাইজি এতটাই খুশি যে তারা ওয়ার্নারকে পুষ্পার সঙ্গে তুলুনা করেছেন। দক্ষিণ ভারতীয় ছবি 'পুষ্পার'-এর একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে তারা। এতে ওয়ার্নারের ছবি দেখা যাচ্ছে এবং পেছন থেকে নায়ক আল্লু অর্জুনের একটি সংলাপ শোনা যাচ্ছে- 'পুষ্পার নাম শুনকে ফ্লাওয়ার সামঝে কেয়া, ফায়ার হু ম্যায়? ঝুকেগা নেহি।'

ভিডিওতে আল্লু অর্জুনও দেখা যাচ্ছে, যার মুখে ওয়ার্নারের মুখ রয়েছে। একই পোস্ট শেয়ার করে দিল্লি ফ্র্যাঞ্চাইজি ক্যাপশনে লিখেছে, 'ওয়ার্নার প্রমাণ করেছে, যে ও ফায়ার।' প্রকৃতপক্ষে, এর আগে এই ভিডিওটি ওয়ার্নার নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন, যেটি দিল্লি দল আবার এডিট করে শেয়ার করেছে। 

'এসআরএইচের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রয়োজন নেই'

হায়দরাবাদ ওয়ার্নারের পুরনো দল। গত মরশুমে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন। কিছুটা বিতর্কের পর সানরাইজার্স দল ছেড়ে দেন ওয়ার্নার। এমতাবস্থায়, এখন একই পুরনো দলের বিপক্ষে রান করার পর খুশি ওয়ার্নার। তিনি বলেন, 'এর আগে যা হয়েছে তা সকলেই জানেন। এমন পরিস্থিতিতে ম্যাচে আমার বাড়তি অনুপ্রেরণার দরকার ছিল না। ম্যাচ জেতাটা আমার কাছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল।''

Advertisement

আরও পড়ুন: ফের বাড়ছে COVID, স্থগিত হয়ে গেল এশিয়ান গেমস

আরও পড়ুন: মাতৃগর্ভেই মৃত্যু চেয়েছিল বাবা, সেই বোলারই ত্রাস IPL 2022-তে

দিল্লি সানরাইজার্সকে ২১ রানে হারিয়েছে

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ৩ উইকেটে ২০৭ রান করে। দলের পক্ষে ডেভিড ওয়ার্নার ৯২ ও রোভম্যান পাওয়েল ৬৭ রান করেন। জবাবে সানরাইজার্স দল ৮ উইকেটে ১৮৬ রান তুলতে পারে এবং ম্যাচটি ২১ রানে হেরে যায়। দলের পক্ষে নিকোলাস পুরান ৬২ ও আইডেন মার্করাম ৪২ রান করেন।

Advertisement