ডার্বির (Kolkata Derby Ticket) টিকিট নিয়ে প্রকাশ্যে চলে এল ইস্টবেঙ্গল-ইমামি দ্বন্দ্ব (Emami East Bengal)। শনিবার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। আয়োজন করছে ইস্টবেঙ্গলই (East Bengal FC)। তবে এখনও এখনও টিকিট এসে পৌঁছায়নি ইস্টবেঙ্গল ক্লাবে। টিকিট এলেও তা পর্যাপ্ত নয়। এমনটাই দাবি কর্তাদের। কম টিকিট পাঠানোকে 'অপমান' হিসেবেই দেখছেন তাঁরা। পাল্টা যুক্তি দিয়েছে ইমামিও। বুধবার রাতে টিকিট নেওয়ার জন্য ক্লাবে ফোন করা হয়। তখনই সেই টিকিট ক্লাব নেবে না বলে জানিয়ে দেওয়া হয়।
ইস্টবেঙ্গল ক্লাবের এক কর্তা বলেন, 'আগে গরিব ছিলাম কিন্তু ভালো ছিলাম। এটা অপমান। মেনে নেওয়া যায় না। আগে খুব কষ্ট করে সবটা আমরা চালাতাম। এখন তো কিছুই আমাদের হাতে নেই।' সেই জন্যই ফ্রি নয়, টাকা দিয়ে টিকিট কাটার সিদ্ধান্ত নিয়েছেন লাল-হলুদ কর্তারা। অফলাইনে টিকিট বিক্রি শুরু হলে তাঁরা কেটে নেবেন বলে জানিয়েছেন লাল-হলুদ কর্তারা।
আরও পড়ুন: মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বির টিকিট বিক্রি শুরু, কোথায়-কীভাবে মিলবে?
যদিও ইমামির পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকেই বলে দেওয়া হয়েছে ডার্বির টিকিট সমানভাবে ভাগ হবে দুই দলের মধ্যে। সেই মতোই তাঁরা টিকিট ভাগ করে দিচ্ছেন। ইস্টবেঙ্গল সিইও নম্রতা পারেখ বলেন, 'আমরা সমস্ত টিকিট দুই ভাগে ভাগ করেছি। সেখানে দেখা যাচ্ছে, খুব কম টিকিট থাকছে আমাদের কাছে। আমাদেরও অনেককে টিকিট দিতে হবে।'
আরও পড়ুন: 'ওদের লাইব্রেরিতে তো অর্ধেক বনপলাশির পদাবলী,' ইস্টবেঙ্গলকে খোঁচা মোহন-কর্তার
টিকিট নিয়ে ক্লাব ক্ষুব্ধ হলেও কিছু করার নেই তাদের। এমনটাই দাবি ইমামির পক্ষ থেকে। তাদের হাত-পা বাধা। যদিও এই ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ কোনও পক্ষই। এর আগেও ইস্টবেঙ্গলের দল নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। লাগাতার খারাপ ফলের কারণে সমর্থকদের একাংশের ডার্বি বয়কটের ডাককে স্বাভাবিক বলেই মনে করছেন তিনি। ইতিমধ্যেই ফুটবলারদের খারাপ ফলের জন্য টিম ম্যানেজমেন্টকে চিঠিও দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। তবে টিকিট নিয়ে এই দ্বন্দ্বের জেরে নতুন করে আশঙ্কায় সমর্থকরা। এই সমস্যা না মিটলে ভবিষ্যতে আরও একবার ইনভেস্টরের সঙ্গে সংঘাতে যেতে পারে ক্লাব।