scorecardresearch
 

East Bengal: চেন্নাইয়েন ম্যাচের আগে চিন্তায় অস্কার, ইস্টবেঙ্গলের সল খেলতে পারবেন?

নর্থ ইস্টের (North East United FC) বিরুদ্ধে আইএসএল-এ (ISL) এই মরসুমে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে চেন্নাইয়েন (Chennaiyin FC) ম্যাচের আগে সমস্যায় লাল-হলুদ। সোমবার থেকেই সবার মতো অনুশীলন করতে দেখা যাচ্ছিল না সল ক্রেসপোকে (Saul Crespo)। সপ্তাহের প্রথম দিন কিছুক্ষণ প্র্যাকটিস করে উঠে যান তারকা মিডফিল্ডারা। সমস্যা ছিল মাদিহ তালালের (Madih Talal) চোট নিয়েও। মঙ্গলবার অনুশীলনে সাইডলাইনের পাশে ছিলেন সল। তবে পুরোদমে অনুশীলন করেন তালাল। 

Advertisement
তালাল, মহেশরাই আক্রমণে ভরসা ইস্টবেঙ্গলের তালাল, মহেশরাই আক্রমণে ভরসা ইস্টবেঙ্গলের

নর্থ ইস্টের (North East United FC) বিরুদ্ধে আইএসএল-এ (ISL) এই মরসুমে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। তবে চেন্নাইয়েন (Chennaiyin FC) ম্যাচের আগে সমস্যায় লাল-হলুদ। সোমবার থেকেই সবার মতো অনুশীলন করতে দেখা যাচ্ছিল না সল ক্রেসপোকে (Saul Crespo)। সপ্তাহের প্রথম দিন কিছুক্ষণ প্র্যাকটিস করে উঠে যান তারকা মিডফিল্ডারা। সমস্যা ছিল মাদিহ তালালের (Madih Talal) চোট নিয়েও। মঙ্গলবার অনুশীলনে সাইডলাইনের পাশে ছিলেন সল। তবে পুরোদমে অনুশীলন করেন তালাল। 

চোট কতটা গুরুত্ব ক্রেসপোর?
চোট সমস্যার কথা জানতেই সোমবার এমআরআই হয়। তাতে যদিও বিশেষ কিছু পাওয়া যায়নি। কোনও সমস্যা হয়নি। তবে অনুশীলনের সময় মাসলে অস্বস্তি হওয়ায় হালকা অনুশীলন সারেন তিনি। তবে চেন্নাইয়েন ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলে আশাবাদী ইস্টবেঙ্গল মিডফিল্ডার। মাদিহ তালাল অবশ্য এদিন দলের সঙ্গে পুরো অনুশীলন করেন। দিমিত্রিয়স ডায়ামান্টাকোসের সঙ্গে জুটি বেঁধে অনুশীলনে বেশ কিছু গোলও করলেন। আইএসএলের প্রথম ম্যাচ জেতায় স্বস্তির আবহ তৈরি হলেও, সাউলের চোট নতুন করে চিন্তা বাড়াচ্ছে লাল-হলুদের অন্দরে।

কোন অঙ্কে লিগ টেবিলের প্রথম ছয়ে যেতে পারে ইস্টবেঙ্গল? 
লিগ টেবিলের শেষ থেকে উঠে আসাই লক্ষ্য অস্কার ব্রুজোর দলের। শেষ ম্যাচেই জয় পেয়েছে লাল-হলুদ। তবে এবার জয় ছাড়া গতিও নেই তাদের। অস্কার তবুও চোখ রাখছেন প্লে অফের দিকেই। তাঁর অঙ্ক বেশ পরিস্কার। তিনটে হোম ম্যাচ আছে সেগুলো জিততেই হবে। তাছাড়া দু'টি অ্যাওয়ে ম্যাচও আছে। বছর শেষের আগে একটিও ম্যাচ হারলে চলবে না। তাহলেই প্রথম ছয়ের কাছে চলে আসবে তারা। এমন অঙ্কই ঘুরছে স্প্যানিশ কোচের মাথায়।          

আরও পড়ুন

তবে এ মহূর্তে সবচেয়ে বড় সমস্যা সলের চোট। লাল-হলুদে এখনও অবধি সলের বিকল্প কাউকে পায়নি ইস্টবেঙ্গল। তাই তিনি চোট পেয়ে মাঠের বাইরে থাকলে প্লে অফের স্বপ্ন অকেটাই ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা ইস্টবেঙ্গল ফ্যানদের। হাতে কিছুটা সময় থাকাটাই এখন আশা জাগাচ্ছে তাদের। 

Advertisement

Advertisement