scorecardresearch
 

East Bengal Transfer News: মহমেডান থেকে ইস্টবেঙ্গলে ডেভিড, কবে যোগ দিতে পারেন?

পরের মরসুমে কি ইস্টবেঙ্গলে (East Bengal)  সই করবেন ডেভিড লাললানসাঙ্গা (David Lalhlansanga)? মহমেডানের হয়ে এই মরসুমে দারুণ ফুটবল খেলেছেন এই ভারতীয় স্ট্রাইকার। কলকাতা লিগ (Calcutta League) থেকে শুরু করে আই লিগেও (I League দারুণ ছন্দে মহমেডান স্ট্রাইকার। তবে তাঁকে কি দলে নেবে লাল-হলুদ? ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আগেই ডেভিডকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শেষ অবধি তিনি কি লাল-হলুদে আসবেন?

Advertisement
David Lalhlansanga East Bengal David Lalhlansanga East Bengal
হাইলাইটস
  • ডেভিড যোগ দিতে পারেন ইস্টবেঙ্গলে
  • মহমেডান থেকে ইস্টবেঙ্গলে আসতে পারেন স্ট্রাইকার

পরের মরসুমে কি ইস্টবেঙ্গলে (East Bengal)  সই করবেন ডেভিড লাললানসাঙ্গা (David Lalhlansanga)? মহমেডানের হয়ে এই মরসুমে দারুণ ফুটবল খেলেছেন এই ভারতীয় স্ট্রাইকার। কলকাতা লিগ (Calcutta League) থেকে শুরু করে আই লিগেও (I League দারুণ ছন্দে মহমেডান স্ট্রাইকার। তবে তাঁকে কি দলে নেবে লাল-হলুদ? ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আগেই ডেভিডকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শেষ অবধি তিনি কি লাল-হলুদে আসবেন?

মহমেডান এই মরসুমে আই লিগ জেতার দোরগোড়ায়। শেষ তিন ম্যাচে খুব বেশি কিছু পরিবর্তন না হলে চ্যাম্পিয়ন হয়ে পরের মরসুমে আইএসএল খেলতে নামবে। ফলে ভাল দল গড়তে হবে তাদের। সাদা-কালো শিবির কি তাদের সেরা স্ট্রাইকারকে ছাড়বে সেটা নিয়েই বড় প্রশ্ন। তবে এর আগে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়ে দিয়েছেন, তাঁরা আগেই পরের মরসুমের জন্য এক ভারতীয় ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন। যদিও সেক্ষেত্রে কোনও ফুটবলারের নাম করেননি কুয়াদ্রাত। 

সেই সময়ই ডেভিডকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। এমনটাই শোনা যাচ্ছিল। তবে অবশ্যই এই খবরে এখনই শিলমোহর দেওয়ার কোনও জায়গা নেই। শুধুই জল্পনার পর্যায়ে রয়েছে গোটা বিষয়টা। এ মরসুমেও ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়া বেশ কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পরের মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল-হলুদ। এই মরসুমে ইস্টবেঙ্গলে কোনও ভাল মানের ভারতীয় স্ট্রাইকার নেই। ফলে ভাল মানের ভারতীয় স্ট্রাইকার দরকার ইস্টবেঙ্গলের। বলা ভাল এখন যা পরিস্থিতি তাতে ভারতীয় স্ট্রাইকার থাকা খুবই জরুরী।

আরও পড়ুন

এবারের আইএসএল ডার্বিতে দুটি ম্যাচই আয়োজিত হয়েছে। তবে প্রথম ডার্বিতে ২-২ গোলে ড্র হলেও, এরপর ফিরতি ডার্বিতে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরে যায় ইস্টবেঙ্গল। এমনিতেও এই মরসুমে ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে কুয়াদ্রাতের দল। অন্যদিকে আন্তনিও লোপেজ হাবাসের হাতে পড়ে বদলে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তাদের লক্ষ্য এখন লিগ পর্বে শীর্ষে থেকে লিগ শিল্ড জিততে চাইছে তাঁরা।                        

Advertisement

Advertisement