ইস্টবেঙ্গলে (East Bengal) আসতে চলেছেন রবসন রবিনহো (Robson Robinho)? লাল-হলুদের দলগঠনের অন্যতম কান্ডারি বিভাস আগারওয়ালের পোস্টে বেড়েছে সেই জল্পনা। এক্স হ্যান্ডেলে তিনি দু'টি ব্রাজিলের (Brazil) পতাকা পোস্ট করেছেন পাশাপাশি তিনি আরও একটি ইমোজি দিয়েছেন যা থেকে মনে করা হচ্ছে, এক ব্রজিলিয়ানের জায়গায় অন্য আরেক বিদেশিকে নিয়ে আসছে ইস্টবেঙ্গল। দলে এখন ব্রাজিলিয়ান বলতে একজনই রয়েছেন। তিনি ক্যাপ্টেন ক্লেইটন সিলভা (Cleiton Silva)। ফলে তাঁর জায়গাতেই রবসন রবিনহোর আশার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ফর্মে নেই ক্লেইটন
দীর্ঘদিন ধরেই ক্লেইটন ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। গোল করার ক্ষেত্রে স্ট্রাইকার হিসেবে তাঁর যে দক্ষতা ছিল, বয়সের কারণে তা মরচে পড়েছে বলে মনে করছেন অনেকে। আবার অস্কার ব্রুজো কোচ হয়ে আসার পর, বসুন্ধরা কিংসের প্রাক্তন স্ট্রাইকার রবিনহোর ইস্টবেঙ্গলে আশা নিয়ে অনেক জল্পনা শোনা যাচ্ছিল। তাই বিভাসের এই পোস্ট সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, অস্কারের প্রিয় ছাত্র রবসন। তিনি ইস্টবেঙ্গলে এসে দলের হাল ফেরাতে পারেন কিনা সেটাই এখন দেখার।
ছয় ম্যাচে ০ পয়েন্ট ইস্টবেঙ্গলের
ছয় ম্যাচে একটাও জিততে পারেনি ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, ছ'টাই হেরে বসে আছে লাল-হলুদ। তার মধ্যেই ছিল মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচও। সেই ম্যাচেও ০-২ গোলে হেরে গিয়েছে লাল-হলুদ। এবার তারা মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে খেলতে নামবে শনিবার। ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে দুই ম্যাচ জেতার পর কিছুটা আত্ববিশ্বাস ফিরে পেয়েছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সেটা কাজে লাগিয়েই কলকাতা ডার্বি জিতে সম্মানজনক জায়গায় পৌঁছতে চাইবে অস্কার ব্রুজোর দল।
বাদ পড়তে পারেন আরও এক তারকা
তবে সূত্রের খবর শুধু ক্লেইটন নয়, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বাদ পড়তে পারেন আরও এক বিদেশি হিজাজি মাহের। এই তারকা ডিফেন্ডারের ফর্ম নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গত মরসুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জর্ডন থেকে তাঁকে নিয়ে এসেছিলেন প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে এই মরসুমে তিনি আশানুরুপ পারফর্ম করতে পারছেন না। তবে সে ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন। সেই টাকা ইমামি ম্যানেজমেন্ট দেবে কিনা সেটাই এখন দেখার।