scorecardresearch
 

East Bengal vs Altyn Asyr: AFC কাপে আজই নামছে ইস্টবেঙ্গল, বাড়িতে বসে কীভাবে দেখবেন ম্যাচ?

এএফসি কাপের (AFC Cup) মঞ্চে ইস্টবেঙ্গল (East Bengal)। স্বাধীনতা দিবসের আগের দিন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ তুর্কিমেনিস্তানের অলটিন আসার (Altyn Asyr)। এই ম্যাচ যত এগিয়ে এসেছে ততই বেড়েছে টিকিটের জন্য হাহাকার। হু হু করে শেষ হয়েছে সমস্ত টিকিট। অনেকেই টিকিট চাইলেও পাননি। ফলে তাঁরা স্টেডিয়ামে যেতে পারবেন না। তাই লাল হলুদ সমর্থকদের একটা বড় অংশের ভরসা বাড়িতে বসে খেলা দেখা। তা নিয়েও এতদিন জটিলতা ছিল। কোন চ্যানেলে খেলা দেখান হবে তা জানা ছিল না সমর্থকদের। তবে এবার সরকারিভাবে ঘোষণা হল চ্যানেলের নাম।

Advertisement
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল

এএফসি কাপের (AFC Cup) মঞ্চে ইস্টবেঙ্গল (East Bengal)। স্বাধীনতা দিবসের আগের দিন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ তুর্কিমেনিস্তানের অলটিন আসার (Altyn Asyr)। এই ম্যাচ যত এগিয়ে এসেছে ততই বেড়েছে টিকিটের জন্য হাহাকার। হু হু করে শেষ হয়েছে সমস্ত টিকিট। অনেকেই টিকিট চাইলেও পাননি। ফলে তাঁরা স্টেডিয়ামে যেতে পারবেন না। তাই লাল হলুদ সমর্থকদের একটা বড় অংশের ভরসা বাড়িতে বসে খেলা দেখা। তা নিয়েও এতদিন জটিলতা ছিল। কোন চ্যানেলে খেলা দেখান হবে তা জানা ছিল না সমর্থকদের। তবে এবার সরকারিভাবে ঘোষণা হল চ্যানেলের নাম।

কোন চ্যানেলে দেখানো হবে ইস্টবেঙ্গলের ম্যাচ?
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। ফ্যানকোড অ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটের নাম সামনে এলেও, পরে জানা যায়, তারা কেউই লিগ টু সম্প্রচার করবে না। এরপর অনেক লাল হলুদ সমর্থকের মন খারাপ হয়। তবে সমর্থকদের হতাশ না করে এবার ম্যাচ সম্প্রচারের খবর সামনে এল। জানা গিয়েছে কলকাতা লিগের মতো, এএফসি চ্যাম্পিয়ন্স ট্রফি টু দেখানো হবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে। অনলাইনে দেখানো হবে কি না সেই বিষয়ে কিছু জানানো হয়নি, তবে টিভিতে সম্প্রচার করা হবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে। সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ।

এই ম্যাচ জিততে পারলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ইস্টবেঙ্গল
এএফসি কাপে (AFC Cup) তুর্কমেনিস্তানের ক্লাব আলটাইন আসেরের (Altin Asir) বিরুদ্ধে নামার আগে সমস্যায় ইসবেঙ্গল (East Bengal)।  কারণ আলটাইন আসেরের ম্যাচের কোনও ভিডিও পাচ্ছেন না ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। তবে কেন এই পরিস্থিতি? শোনা যাচ্ছিল, শেষ তিন বছর এই ক্লাব যে লিগে খেলে, সেই লিগ সম্প্রচারই হয়নি। তাই অনেক চেষ্টা করেও কোনও ভিডিওই জোগাড় করা যাচ্ছে না। অলটিনকে হারাতে পারলে এশিয়ান ফুটবলে দ্বিতীয় ডিভিশনে খেলতে পারবে লাল হলুদ।

আরও পড়ুন

Advertisement

ফিটনেস নিয়ে চিন্তায় কার্লেস কুয়াদ্রাত

ইস্টবেঙ্গল এএফসি খেলতে নামার আগে অবশ্য চোট নিয়ে কিছুটা চিন্তায় ছিল। কারণ ক্লেইটন সিলভা, নন্দকুমার, প্রভাত লাকড়া পুরোপুরি ফিট নন। দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসের দিকে নজর থাকবে সকলের। যদিও কার্লেস কুয়াদ্রাত সমর্থকদের আশ্বস্ত করেছেন এএফসির আগে সকলেই ফিট হবেন। এবার দেখার, এই ম্যাচে জিততে পারে কিনা ইস্টবেঙ্গল।
 

Advertisement