scorecardresearch
 

৫৫ বছরের খরা কাটিয়ে EURO-র ফাইনালে ইংল্যান্ড! সেমিতে ২-১ জয় ডেনমার্কের বিরুদ্ধে

১৯৬৬ সালের পরে ২০২১। প্রায় ৫৫ বছর পরে ইউরো ফাইনালে উঠল ইংল্যান্ড। প্রতিপক্ষ ডেনমার্ককে ২-১ গোলে পরাজিত করেছে হ্যারি কেনের দল। ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। এদিন খেলায় প্রথমেই গোল করে এগিয়ে যায় ডেনমার্ক। তারপরে তাদের খেলার ধরনটা রক্ষণশীল হয়ে যায়।

Advertisement
ইউরো ফাইনালে ইংল্যান্ড। ছবি- এপি ইউরো ফাইনালে ইংল্যান্ড। ছবি- এপি
হাইলাইটস
  • ডেনমার্ককে হারিয়ে ইউরো ফাইনালে ইংল্যান্ড
  • ৫৫ বছর পরে ইউরো ফাইনালে উঠল ইংল্যান্ড
  • ডেনমার্ককে ২-১ গোলে পরাজিত করেছে হ্যারি কেনের দল

১৯৬৬ সালের পরে ২০২১। প্রায় ৫৫ বছর পরে ইউরো ফাইনালে উঠল ইংল্যান্ড। প্রতিপক্ষ ডেনমার্ককে ২-১ গোলে পরাজিত করেছে হ্যারি কেনের দল। ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। এদিন খেলায় প্রথমেই গোল করে এগিয়ে যায় ডেনমার্ক। তারপরে তাদের খেলার ধরনটা রক্ষণশীল হয়ে যায়। কিন্তু ডেনমার্কের আত্মঘাতী গোলের ফলের ম্যাচে সমতা ফেরে ইংল্যান্ডে।  ম্যাচের অতিরিক্ত সময়ে হ্যারি কেনের পেনাল্টি থেকে গোলে ২-১এ জিতে যায় ইংল্যান্ড। আগামী ১২ তারিখ ফাইনাল। তার আগেই নিজেকে তৈরি রাখছে ইংল্যান্ড। প্রতিপক্ষ ইতালি আবার স্পেনকে হারিয়ে ফাইনালে উঠেছে। বলা যেতে পারে, স্পেনের উপর মধুর বদলা নিয়েছে ইতালি। কারণ ২০০৮ সালের ইউরো এবং ২০১২ সালে এই স্পেনের কাছে হেরেই ফিরতে হয়েছে ইতালির দলকে। 

ইংল্যান্ড বনাম ডেনমার্ক ম্যাচে দুই গোলরক্ষকের খেলা চোখে দেখার মতো। বেশ কিছু গোলের সুযোগ বাঁচিয়ে দিয়েছেন তারা। এখন নজর ১২ তারিখ। দুই দলের সমর্থকরাই আশায় বুক বাধছে। এবারের ইউরো কাপে একের পর এক অঘটন ঘটেছে। হেরে বিদায় নিয়েছে, জার্মানি, পর্তুগাল, স্পেন, ফ্রান্সের মতো দলগুলি। অন্যদিকে একই দিনে কোপা আমেরিকায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে ফের একবার ঐতিহাসিক লড়াই হতে চলেছে কোপা আমেরিকার মঞ্চে। ১০৭ বছরের পুরনো এই লড়াই। যেমন বিশ্ব ফুটবলে মেসি রোনাল্ডো দ্বৈরথ ঠিক তেমনই আর্জেন্টিনা ও ব্রাজিলের এই লড়াই অন্যতম একটি আকর্ষণের জায়গা ফুটবল প্রেমীদের জন্য। শুধু ব্রাজিল বা আর্জেন্টিনা নয় ভারতের ফুটবল অনরাগীরা এই দুই দলের লড়াই সামিল হন। অসংখ্য ফুটবল অনুরাগীরা এই ম্যাচের জন্য মুখিয়ে থাকেন। এই লড়াই শুরু হয়েছিল ১৯১৪ সালে ২০ সেপ্টেম্বর। সেখান থেকে ফুটবলের এই জনপ্রিয় দ্বৈরথ এখনও পর্যন্ত চলে আসছে বিশ্ব দরবারে। ফলে একদিন ইউরোয় ইংল্যান্ড বনাম ইতালি, অপরদিকে কোপায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা। কার মুখে শেষ হাসি ফোটে সেটাই এখন দেখার।

Advertisement

Advertisement