scorecardresearch
 

FIFA World Cup 2022: আর্জেন্টিনার ম্যাচের আগে বড় খবর, মেসিদের দলে নেই ২ তারকা ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেমি ফাইনালে খেলতে পারবেন না আর্জেন্টিনার (Argentina) দুই তারকা ফুটবলার মার্কোস আকুনিয়া (Marcos Acuna), গনসালো মনতিয়েলের (Gonzalo Montiel) মত ফুটবলারদের ছাড়াই ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে নামতে হবে লিওনেল মেসিদের (Lionel Messi)। দুটি হলুদ কার্ড দেখে ফেলায় এই ম্যাচে খেলতে পারছেন না এই দুই তারকা ফুটবলার। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের (Argentina vs Netherlands) বিরুদ্ধে টাইব্রেকারে জিতে সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।

Advertisement
চিন্তায় মেসি চিন্তায় মেসি
হাইলাইটস
  • দুই ফুটবলারকে ছাড়াই নামতে হবে মেসিদের
  • ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেমি ফাইনালে খেলতে পারবেন না আর্জেন্টিনার (Argentina) দুই তারকা ফুটবলার মার্কোস আকুনিয়া (Marcos Acuna), গনসালো মনতিয়েলের (Gonzalo Montiel) মত ফুটবলারদের ছাড়াই ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে নামতে হবে লিওনেল মেসিদের (Lionel Messi)। দুটি হলুদ কার্ড দেখে ফেলায় এই ম্যাচে খেলতে পারছেন না এই দুই তারকা ফুটবলার। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের (Argentina vs Netherlands) বিরুদ্ধে টাইব্রেকারে জিতে সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।

ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালে প্রচুর কার্ড দেখেছেন দুই দলের ফুটবলাররা। আর্জেন্টিনা দলের আট ফুটবলারকে হলুদ কার্ড দেখান রেফারি আন্তোনিও মিগেল মাতেউ লাহোজ। আট ফুটবলারের মধ্যে নাম রয়েছে মেসিরও। হলুদ কার্ড দেখতে হয়েছে কোচ স্কালোনি, কোচিং স্টাফ ওয়াল্টার স্যামুয়েলকেও। অকারণে হলুদ কার্ড দেখানোর জন্য  মাতেউ লাহোজকে শাস্তি দিয়েছে ফিফা। 

গনসালো মনতিয়েল, মার্কোস আকুনিয়া
গনসালো মনতিয়েল, মার্কোস আকুনিয়া

ফিফার (FIFA) নিয়ম কী বলছে?
নিয়ম অনুযায়ী, গ্রুপপর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যে কোনো দুই ম্যাচে হলুদ কার্ড দেখলেই পরের ম্যাচ খেলতে পারবেন না সেই ফুটবলার। এই নিয়মের কারণে সেমিফাইনালে খেলা হচ্ছে না আর্জেন্টিনার দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আকুনিয়া ও মনতিয়েলের।

আরও পড়ুন: একাধিক রেকর্ডের সামনে মেসি, পারবেন ক্লোজে-ম্যাথিউজদের ছাপিয়ে যেতে?   

অনেক রেকর্ডের সামনে মেসি
ক্লোজের আরও একটি রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন মেসি। বিশ্বকাপে ১৭টি ম্যাচ জিতেছেন জার্মান কিংবদন্তি। অন্যদিকে মেসি জিতেছেন ১৫টি ম্যাচ। বিশবকাপ জিততে পারলে সেই রেকর্ডও ছুঁয়ে ফেলবেন তিনি। 

আরও পড়ুন: এবার না হলে Never! মেসির স্বপ্নপূরণে বাকি আর মাত্র ২ ম্যাচ

Advertisement

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড
পাঁচটি বিশ্বকাপে খেলেছেন মেসি। এর মধ্যে তিনি এবং রাফা মার্কেজ অধিনায়ক হিসেবে খেলেছেন ১৮টি ম্যাচ। এই ম্যাচে তাই রাফাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে তাঁর সামনে। 

ফিফা বিশ্বকাপের ম্যাচে আর্জেন্তিনা অধিনায়ক মোট মাঠে থেকেছেন ২,১০৪ মিনিট। কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার পাওলো মালদিনির ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় (২,২১৭) খেলার রেকর্ড গড়ছেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে, মালদিনির বিশ্ব রেকর্ড ভেঙে দিতে পারেন মেসি।

Advertisement