scorecardresearch
 

FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিলই, কলকাতায় এসে হুঙ্কার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের

শহরে এসেই নেইমারদের বিশ্বকাপ জয়ের সম্ভবনা নিয়ে মুখ খুললেন কাফু। পরিষ্কার জানিয়ে দিলেন এবারের বিশ্বকাপে ভাল খেলবে ব্রাজিল।

Advertisement
কলকাতায় এলেন কাফু কলকাতায় এলেন কাফু
হাইলাইটস
  • কলকাতায় ব্রাজিলের তারকা
  • ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে জানালেন কাফু

কলকাতায় এলেন ব্রাজিলের (Brazil) বিশ্বকাপজয়ী ফুটবলার কাফু। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু (Cafu) শুক্রবার সকালে ভারতীয় ফুটবলের মক্কায় পা রেখেছেন। শহরে এসেই নেইমারদের বিশ্বকাপ জয়ের সম্ভবনা নিয়ে মুখ খুললেন কাফু। পরিষ্কার জানিয়ে দিলেন এবারের বিশ্বকাপে ভাল খেলবে ব্রাজিল।

ব্রাজিলের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কাফু
প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মনে করেন, এবারে ব্রাজিল বিশ্বসেরা হওয়ার অন্যতম দাবিদার। তিনি বলেন, ''চার বছর আগে যদি আমাকে বলতেন, তবে আমি বলতাম, দলে একটাি তারকা নেইমার। তবে এখন ব্যাপারটা অনেকটাই আলাদা। নেইমারের পাশপাশি দলে রয়েছে ভিনিশিয়াস জুনিয়র, থিয়েগো সিল্ভারা। ফলে দলটা এখন একজনের ওপর নির্ভরশীল নয়।''

আরও পড়ুন: বিশ্বকাপে বয়ফ্রেন্ড KL রাহুলকে দেখতে হাজির আথিয়া, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হার্দিকও

শুক্রবার বিকেলে রাজারহাটের এক  হোটেলে কাফু জানান, ''খুব খুশি কলকাতায় এসে। ভারতের নাম শুনেছি। কাল খেলা হবে। এনজয় করব। ইংরেজি বলতে পারেন না। দোভাষীর সাহায্যে বিশ্বকাপের ফেভারিট টিমের নাম ঘোষণা করে দিলেন ব্রাজিলের দুই বারের বিশ্বকাপ জয়ী ফুটবলার কাফু। 

আরও পড়ুন: বিরুষ্কার প্রেম হার মানাবে সিনেমার গল্পকেও! কীভাবে প্রেমে পড়লেন কোহলি?

বিশ্বকাপ নিয়ে বলতে গিয়ে কাফু জানান, ''এবার যে সময় বিশ্বকাপ হচ্ছে, তাতে সব ফুটবলারই খেলার মধ্যে রয়েছে, ভালো ফুটবল খেলা হবে।'' যদিও ফুটবল সিজন চলতে থাকায় অনেক তারকা ফুটবলারই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন। ফলে বিশ্বকাপে ভাল খেলা দেখতে পাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছেন ফুটবলপ্রেমীরা। কাতার বিশ্বকাপে ব্রাজিলই ফেভারিট। ব্রাজিলই জিতবে বিশ্বকাপ। নেইমারদের চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন কাফু ।

অনুষ্ঠান শেষে ভারতীয় ফুটবল নিয়ে মুখ খোলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আগামী দিনে বিশ্বকাপে ভারতকে খেলতে দেখতে পেলে খুশি হব বলে জানালেন কাফু। শনিবারের ম্যাচের জার্সি উদ্বোধন হল এদিন কাফু, লিয়েন্ডার, মনোজ এর হাত ধরে। নিজের উইম্বলডনের জার্সি এ দিন কাফুর হাতে তুলে দিলেন লিয়েন্ডার। কাফুর হাতে উদ্যোক্তাদের তরফ থেকে তুলে দেওয়া হল দেশনায়ক নেতাজির ছবি। সব মিলিয়ে ভারতীয় ফুটবলের মক্কায় যেন আদ্যোপান্ত ভারতীয় হয়ে উঠলেন ব্রাজিলীয় তারকা। 

Advertisement

Advertisement