Russia - Ukraine War: বেশিরভাগ ফুটবল ভক্তই চেনেন বিখ্যাত ফুটবল ক্লাব চেলসির (chelsea FC) মালিক রোমান আব্রামুভিকে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ফুটবলেও এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) নিশানা করেছেন চেলসি ক্লাবের মালিক রোমান কন্যা। রোমানের মেয়ে সোফিয়া (Sofia Abramovich) তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি মিম শেয়ার করেছেন, যেখানে তিনি ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে মিম তৈরি করা হয়েছে। সোফিয়ার শেয়ার করা উদ্ধৃতিতে লেখা হয়েছে, 'পুতিন এই যুদ্ধ চায়, রাশিয়া নয়।'
বিশেষ বিষয় হলো রোমানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ক্রমাগত রাশিয়ায় বিনিয়োগ করছেন, এর জন্য এমপিরাও সহায়তা দিচ্ছেন। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সোফিয়ার শেয়ার করা বার্তায় আরও লেখা হয়েছে, 'এটা একটা মিথ্যা প্রচার যে বলা হচ্ছে রাশিয়ার সব মানুষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে রয়েছে।' এই পোস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবিও রয়েছে।
আরও পড়ুন: সেলাম বিষ্ণু সোলাঙ্কি! সদ্যোজাত কন্যার মৃত্যু, শ্মশান থেকে ফিরে রঞ্জি ম্যাচে সেঞ্চুরি
আরও পড়ুন: ফের দুরন্ত শ্রেয়স, সাত উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
রাশিয়া ক্রমাগত ব্রিটেনের বিরোধিতা করছে। ব্রিটেন বিরোধিতায় সোচ্চার হওয়ার পরেই রাশিয়া থেকে ২০২২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছে। আগে এই ম্যাচটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন এই ম্যাচ ফ্রান্সে অনুষ্ঠিত হবে।