প্রয়াত অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নের ( Sgane Warne) মরদেহ বৃহস্পতিবার একটি প্রাইভেট জেটে ব্যাঙ্কক থেকে তাঁর নিজের শহর মেলবোর্নে আনা হয়। অস্ট্রেলিয়ার পতাকায় মোড়ানো কফিনে ওয়ার্নের মরদেহ আনা হয় মেলবোর্নে। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রাইভেট জেটটি অবতরণ করে। ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) রাষ্ট্রীয় সম্মানের সাথে ওয়ার্নকে দাহ করা হবে।
news.com.au-এর প্রতিবেদনে বলা হয়েছে, 'অস্ট্রেলীয় ক্রিকেট কিংবদন্তীর মরদেহ বহনকারী প্রাইভেট জেটটি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মেলবোর্নের এসেনডন ফিল্ডস বিমানবন্দরে অবতরণ করে। "ওয়ার্নের ব্যক্তিগত সহকারী হেলেন নোলান সহ ভক্ত এবং বন্ধুরা এই সময় বিমানবন্দরে ছিলেন," প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে ব্যাংককে, থাই পুলিশ ফরেনসিক ইনস্টিটিউট থেকে একটি অ্যাম্বুলেন্সে অস্ট্রেলিয়ার পতাকায় মোড়ানো কফিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছিল। শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্পিন জাদুকর ওয়ার্ন। ছুটি কাটাতে বন্ধুদের সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি। ভিক্টোরিয়া রাজ্য সরকার ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটি রাষ্ট্রীয় শ্রদ্ধা সভা আয়োজন করবে। এর আগে একান্তে তার শেষকৃত্য সম্পন্ন করবে পরিবার।
আরও পড়ুন: প্রবীণ তাম্বেকে নিয়ে বায়োপিক, অভিনয়ে শ্রেয়স তলপড়ে-পরম; দেখুন Trailer
আরও পড়ুন: টেস্টে বাদ, ওয়ান-ডেতে Comeback চেতেশ্বর পূজারার, সফল হবেন?
ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'এমসিজি' ছাড়া অন্য কোনও জায়গায় এর চেয়ে ভাল বিদায় পেতে পারে না। এমসিজিতে, ওয়ার্ন ১৯৯৪ সালে অ্যাশেজে হ্যাটট্রিক করেছিলেন এবং ২০০৬ সালে বক্সিং ডে-তে ৭০০তম টেস্ট উইকেটও নিয়েছিলেন। তিনি তাঁর ক্যারিয়ারে ১৪৫ টি টেস্ট ম্যাচে ৭০৮ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ১০০১টি (৭০৮ টেস্ট এবং ২৯৩টি ওয়ানডে) উইকেট রয়েছে।